সোশ্যাল বার্তা : ইচ্ছা ছিল ঘটা করে করবেন নাতনি’র অন্নপ্রাশণ । কিন্তু বতর্মান করোনা পরিস্থিতি সব উলটপালট করে দিয়েছ । নদীয়া জেলার চাকদহ ব্লকের বিষ্ণুপুরের স্বপন বিশ্বাসের নাতনি আদ্রিতার গতকাল বৃহস্পতিবারে ছিল শুভ অন্নপ্রাশন। তাই সমস্ত রকম অনুষ্ঠান বাতিল করে , যারা শেষ জীবনের অনেক কিছু থেকে বঞ্চিত তাদের সহযোগিতায় এগিয়ে এলেন । বাড়িতে আলোচনার মাধ্যমে ঠিক হয় নাতনির প্রথম ভাত খাওয়ার অনুষ্ঠানে সামিল করা হোক সেই সব দাদু-দিদা, ঠাকুরদা-ঠাকুমাকে যাঁরা দিনের পর দিন নাতি নাতনির ছেড়ে আছেন বৃদ্ধাশ্রমে । যোগাযোগ করেন নদীয়া জেলার সেচ্ছাসেবী সংগঠন স্মাইল ফাউন্ডেশনের সঙ্গে ।
সংগঠনের সহযোগিতায় গতকাল কৃষ্ণনগরের বউবাজারে বৃদ্ধাশ্রমে তাদের একটু আনন্দ দান করা হলো । তাঁদের কথা মতো মেনুতে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক,ডাল, আলুর চিপস, ইলিশ মাছ, মাংস , চাটনি, পাপড়ও মিষ্টি।
স্বপন বাবু বলেন “পরিবার-পরিজন থেকে বহু দূরে থাকা মানুষগুলোর অনাড়ম্বর জীবনে একটু ভালোবাসার ছোঁয়া, একটু খুশির রঙ ছিটিয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস” ।
সংগঠনের অন্যতম লক্ষণ ব্রহ্ম বলেন- “সারাদিন ওনাদের সঙ্গে হইচই, আড্ডা, গান, মজা আর একসাথে খাওয়া-দাওয়া করে দিনটা সুন্দর ভাবে কেটে গেল। স্মাইল ফাউন্ডেশনের তরফ থেকে শান্তিনীড় বৃদ্ধাশ্রম এর সকলকে ভালোবাসা জানাই ।
এছাড়াও এদিন আবাসিকদের হাতে শুকনো খাবার চিড়ে, ছাতু, বিস্কুট, মুড়ি ও সোয়াবিন তুলে দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে । স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকায় খুশি আবাসিকগণ ।