মলয় দে নদীয়া :-নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর মাছ বাজার এলাকায় সম্প্রসারিত হওয়ার নতুন ১২ নম্বর জাতীয় সড়কে ব্রেক ফেল করেই হোক কিংবা অন্য কোন গাড়ির সাথে ধাক্কা থেকে বাঁচতেই হোক হঠাৎ ওয়ান ওয়ে রাস্তার ডিভাইডারের মধ্যে উঠে গাড়িটি কাত হয়ে পড়ে যায়। গাড়িটি পেট্রোল গাড়ি কন্টেইনার ফেটে প্রায় দেড় ঘন্টা ধরে পড়ছে তেল , আর এর ফলে এলাকার মানুষজন ছোট বড় মাঝারি নানান পাত্র নিয়ে তার নেওয়ার জন্য ভিড় করে।
শোনা যায় ওই এলাকায় প্রায় শতাধিক মানুষের কাছে ন্যূনতম তিন থেকে পাঁচ লিটার তেল নিয়ে গেছে বাড়িতে। যদিও শান্তিপুর থানার পুলিশ আসার পর তাদের হটিয়ে দেয় এবং ইতিমধ্যেই গাড়ির মালিক খবর পেয়ে চলে আসেন । তিনি বলেন এই মুহূর্তে চালককে পাওয়া যাচ্ছে না তবে কি কারনে এই দুর্ঘটনা সেটাও বোঝা সম্ভব হচ্ছে না। তবে বিপুল পরিমাণে তেল পড়ার কারণে শান্তিপুর থানার পুলিশ অগ্নি নির্বাপন কেন্দ্রের কর্মীদের ডেকে ওই তেলের চারিপাশে জল ফেলার ব্যবস্থা করছে অন্যদিকে যেকোনো ধরনের আগুন নিয়ে যাতে ওই এলাকায় কেউ প্রবেশ করতে না পারে তার জন্য শান্তিপুর থানার বিরাট পুলিশ বাহিনী এবং সিভিক ভলেন্টিয়ার সচেষ্ট রয়েছে। ঘটনাস্থলে এখন ছুটে আসলেন এসডিপিও শৈলজা দাস। এছাড়াও পুলিশ প্রশাসনের জেলা পর্যায়ের আধিকারিক এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটি রোড ট্রাফিক সহ একাধিক প্রশাসনিক কর্মকর্তারা।