মলয় দে নদীয়া :- সারা মাস ধরে আপনি আমি যে পরিমান পরিশ্রম করি , তার পারিশ্রমিক মাসে তিরিশ চল্লিশ লাখ টাকা। যদিও ভিখারি সংখ্যা খুব কম তবুও,কেউ যদি ভিক্ষাও করে তাও দিন গেলে পাঁচ দশ হাজারের মার নেই। কারণ ন্যূনতম ভিক্ষার পরিমাণ ১০০০ টাকা।
ভাবছেন তাও আবার সম্ভব নাকি? সে দেশের কোথায়?
দুবার ফ্লাইট বদল করতে হয় অবশ্য তাই কিছুটা খরচ তো বেশি বটেই, তবে হ্যাঁ যাওয়ার আগে, খরচের কথাটা মাথায় রাখবেন কিন্তু। সেখানে এক প্যাকেট সিগারেট ৩০ হাজার টাকা, একদিনে তিন বেলা খেতে মোটামুটি ১০ হাজার টাকা, একটি টি-শার্টের দাম ৭৫ হাজার টাকার কাছাকাছি, তিন কিলোমিটার পথ অতিক্রান্ত করার গাড়ি ভাড়া ৫-৭ হাজার টাকা। বুঝতেই পারছেন সারা মাসে তিরিশ চল্লিশ লক্ষ টাকা ইনকাম করেও মাসের শেষে কত থাকবে?
তার থেকে বরং আমরা বাড়িতে বসেই, দেখে নিই সে দেশের বিখ্যাত স্থান প্রাকৃতিক অপরূপ দৃশ্য, গান-বাজনা খাওয়া দাওয়া রাস্তাঘাট সবকিছু।দেশের নাম ভিয়েতনাম, পৃথিবীর ধান উৎপাদনে দৃষ্টান্ত। সরকারী নাম ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র, ইন্দো চীন উপদ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত একটি রাষ্ট্র। ভিয়েতনামের উত্তরে গণচীন, পশ্চিমে লাওস ও কম্বোডিয়া, দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর অবস্থিত।
ভারতবর্ষের পরে বাংলাদেশ, মায়ানমার, কম্বোডিয়া, থাইল্যান্ড তারপরেই ভিয়েতনাম।
হ্যানয় ভিয়েতনামের রাজধানী। হো চি মিন সিটি হল বৃহত্তম শহর। ভিয়েতনাম ভৌগোলিক ভাবে সরু ও দীর্ঘ। এর ভূমিরূপ বিচিত্র। উত্তর প্রান্তে ও মধ্যভাগের ভিয়েতনাম পাহাড়-পর্বতময়। উত্তরের উচ্চভূমিগুলি ধীরে ধীরে ঢালু হয়ে পূর্বদিকের প্রশস্ত, নদীবহুল উপকূলীয় সমভূমির সঙ্গে মিশে গেছে। সমভূমিগুলিতে নিবিড় কৃষিকাজ হয় এবং বহু শতাব্দী ধরে ভিয়েতনামীয়রা এগুলিতে অনেক বাঁধ তৈরি করে ও খাল কেটে সেচকাজ ও বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা গড়ে তুলেছে। মধ্য ভিয়েতনাম দেশের সবচেয়ে সরু অংশ; এখানে পর্বতগুলি সাগরপারের অনেক কাছে অবস্থিত, এমনকি কোন কোন জায়গায় এগুলি সাগরের একেবারে গা ঘেঁষে রয়েছে। দক্ষিণ ভিয়েতনাম মূলত মেকং নদীর অববাহিকা দ্বারা গঠিত প্রশস্ত এবং এই সমভূমি উর্বর। এখানে প্রচুর কৃষিকাজ হয় এবং মূলত ধান উৎপাদন করা হয় । ভিয়েতনাম একটি কৃষিভিত্তিক সমাজ হিসেবে গড়ে ওঠে। এখনও এখানকার অধিকাংশ লোক গ্রামে বাস করেন।
খাওয়া দাওয়া বলতে, বিভিন্ন ধরনের স্থানীয় ফল বাদেও, বিরাট আকার পেয়ারা, সারা বছর সুমিষ্ট আম, একবীজ যুক্ত কাঁঠাল পাওয়া যায়। তবে বিভিন্ন ধরনের মাংসের মধ্যে সাপের মাংস বেশি জনপ্রিয়। সুরা প্রেমীদের জন্যও রয়েছে চমক , সাপের বিষ থেকে তৈরি মদ। তবে এসব ভেবে ঘাবড়ানোর কিছু নেই! আপনার পরিচিত ডাল ভাত তরকারি সবজি সহ বিভিন্ন দেশের পরিচিত খাদ্য খাবারের হোটেল রয়েছে প্রচুর পরিমাণে ।
সম্প্রতি নদীয়ার শান্তিপুর শহরের তিন নম্বর ওয়ার্ডের উত্তম কুন্ডু গিয়েছিলেন সেখানে, তার বেড়ানোর অভিজ্ঞতা আমাদের চ্যানেলের মাধ্যমে শেয়ার করলাম।