নদিয়া: কারিগরি শিক্ষার মাধ্যমে অনেকেই সাবলম্বী হচ্ছে। নদিয়ার কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গুলির মধ্যে অন্যতম করিমপুর-১ ব্লকে অবস্থিত আই .টি . আই. করিমপুর-১ গভর্মেন্ট আই টি আই । এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তির মাধ্যমে শুরু হলে শিক্ষাদান। অত্যাধুনিক মেটাভার্স [থ্রি ডি মাধ্যম] প্রযুক্তির ক্লাস শুরু হয়েছে ।
থিওরি ও প্র্যাক্টিকাল – উভয় ক্লাসেই প্রযুক্তির ব্যবহার করে, বাস্তব ও ভার্চুয়াল রিয়ালিটির সফল ব্যবহার করা হচ্ছে বলে জানাগেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে শিক্ষা ক্ষেত্রে এ এক অভিনব উদ্যোগ।যার সুফল সুনিশ্চিত ভাবে পাবে চলেছে শিক্ষার্থীরা।মেটাভার্স এর মাধ্যমে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে আরো বেশি দক্ষতা অর্জনের সুযোগ পাবে ও অনান্যদের থেকে অনেকটাই এগিয়ে রাখবে।