সোশ্যাল বার্তা : নদীয়া জেলার মহিলা হকি দল জিতে নিল কলকাতা হকি লীগ। হকি বেঙ্গলের উদ্যোগে এই খেলা আয়োজিত হয় সল্টলেক সাই এর এস্টোটার্ফ মাঠে। এই নিয়ে পরপর ছবার নদীয়ার কোলকাতা লীগ জয়।
এই প্রসঙ্গে নদিয়া জেলা হকি এসোসিয়েশনের অন্যতম ব্যক্তি সুশান্ত কুমার হালদার জানালেন-“২০০৬ সালে তাঁরা জেলার মহিলা হকি বিকাশের উদ্যোগ নেন জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার মাধ্যমে এবং ২০১০ সালে গড়ে তোলেন নদিয়া জেলা হকি এসোসিয়েশন ও জেলার হকি পরিচালনার দায়িত্ব নেন। বর্তমানে নদিয়ার মেয়েরা রাজ্য ও জাতীয় স্তরে তাদের সাফল্যের পরিচয় রেখেছে।”
নদীয়া দলের হয়ে যারা খেললেন – মিনা খাতুন (গোলকিপার),পায়েল দাস, প্রিয়াঙ্কা দাস (ক্যাপ্টেন), স্বপ্না দাস, মামনি বিশ্বাস, রাণী সাউ, মনীষা ভকত, সুপ্রিয়া বাহাদুর, অপরাজিতা পাল, পাপিয়া দাস, সালমা খাতুন, সানন্দা ঘোষ, নেহা শর্মা, কেয়া বিশ্বাস, সুস্মিতা দুর্লভ, ঐন্দ্রিলা প্রামানিক, সুপর্ণা মিস্ত্রি, রত্না মুন্ডা, মৌসুমী সরকার (গোলকিপার), জয়া হালদার, কোয়েল খাতুন, সুনিতা সরকার, পায়েল বিশ্বাস, কাকলি সরকার।
ক্রিকেট বা ফুটবল নিয়ে অধিকাংশ মানুষই আগ্রহ দেখান কিন্তু হকির প্রতি তেমন আগ্রহ থাকে না। অনেক ক্ষেত্রে স্পনসরও পাওয়া যায় না। এদের মধ্যে অনেকে মেয়েই আছেন যাদের পরিবার দিন আনা দিন খাওয়া গোচের। খেলার জন্য সঠিক পরিমানে যে পুষ্টিগুণ সম্পন্ন খাবার দরকার তাও ঠিকঠাক তাঁদের জোটে না। খেলার পোশাক , জুতো পর্যন্ত কিনে দেওয়া হয় হকি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।
নদীয়ার মেয়েদের নিউজ সোশ্যাল বার্তার পক্ষ থেকে হাজারো কুর্নিশ।