রমিত সরকার,নদীয়া: ফের একটি লক্ষীপেঁচা উদ্ধার নদীয়ার বেথুয়া থেকে ।মঙ্গলবার বেথুয়াডহরী এলাকায় কাঁঠালবেড়িয়ার অগ্রদ্বীপ রোডের কাছে একটি বাড়ির উঠোন থেকে থেকে এদিন বেলা তিনটে নাগাদ উদ্ধার হয় একটি লক্ষীপেঁচা।
সূত্র মারফত জানা যায় ওই বাড়ির লোকেরা দুপুর থেকেই দেখেন যে গাছের মধ্যে সমস্ত পাখিরা কি যেন করছে তখন তারা বিষয়টি গভীরভাবে দেখলে দেখতে পায় একটি লক্ষ্মীপেঁচা গাছে আটকে রয়েছে। তখন তারা এই পেচা দিকে উদ্ধার কার্যের জন্য শিক্ষক ও পশু প্রেমী শাশ্বত ঘোষ কে খবর দেন এবং তিনি আসেন ও পচাটিকে উদ্ধার করেন । তার কাছ থেকে জানা যায়, বেলা একটা নাগাদ তার কাছে এই উদ্ধার কার্যের খবরটি আসে তিনি অপর একটি পশুর সেবা কার্যে ব্যস্ত থাকার দরুন তিনি তিনটে নাগাদ এই লক্ষ্মী পেঁচাটিকে উদ্ধার করেন। বিভিন্ন পাখির আক্রমনে একটু অসুস্থ ছিল পাখিটি । যার কারনে প্রাথমিক চিকিৎসা পর্ব চালিয়ে একটু সন্ধ্যা ঘনালে নিরাপদ স্থানে পাখিটিকে আবার ছেড়ে দেন।