মালদহের চাঁচলে শুরু হল উত্তর মালদা বইমেলা উৎসব

Social

মালদা : মালদহের চাঁচল সিদ্ধেশ্বরী ইন্সটিটিউশন মাঠ প্রাঙ্গনে শুরু হল ১৮ তম উত্তর মালদা বইমেলা উৎসব। সূচনা ২০০২ সন থেকেই চাঁচল কুমার শিবপদ লাইব্রেরি ‘প্রাঙ্গণে আয়োজিত হয়ে আসছিল উত্তর মালদহ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। তবে এবার কারন বশত সিদ্ধেশ্বরী মাঠ প্রাঙ্গনকেই বেছে নেন কমিটি।

শনিবার বইমেলার শুভ উদ্বোধন করেন রাজ‍্য মহিলা কমিশনের চেয়ার পার্সন মৌসম বেনজির নুর।
এই উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় । শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া ,বইপ্রেমী ও সংস্কৃতিমনস্ক মানুষেরা অংশগ্রহণ করেন । প্রতি হাতে বই চাই বই কিনুন ,বই পড়ুন , বই উপহার দিন’ শ্লোগান সহ পদযাত্রার মধ্যদিয়ে এইদিন গোটা চাঁচল শহর পরিক্রমা করা হয়। পদযাত্রার শেষে ফিতে কেটে বইমেলার দ্বারোদঘাটন করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ জ‍্যোতিভূষন পাঠক। এদিন নবনীতা দেব সেন মঞ্চে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন মালতীপুরের বিধায়ক আলবেরুনি জুলকারনাইন , কৃষি কর্মাধ‍্যক্ষ রফিকুল হোসেন, চাঁচল মহকুমা শাসক সব‍্যসাচী রায়, মহকুমা পুলিশ আধিকারিক সজল কান্তি বিশ্বাস সহ বিশিষ্টজনেরা।

রাস্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জ‍্যোতিভূষন বলেন,বইমেলায় বইকেই প্রাধান্য দেওয়া উচিত । ইন্টারনেটে অনেক তথ্য পাওয়া যায় । কিন্তু বইপড়ার মজাই আলাদা ।
ইন্টারনেট যুগে বই পড়ার আহ্বান জানান শিক্ষা সমাজকে জ‍্যোতিভূষন বাবু।
উত্তর মালদা বইমেলা চাঁচলের অনুষ্ঠানে ৩০ টি বুক স্টল রয়েছে। পাঠ‍্য পুস্তক প্রেমীরা সাতদিন ধরে তাদের মন পছন্দের বই ক্রয় করতে পারবেন।
পাশাপাশি সাতদিন ধরে চলবে নানান সাংস্কৃতিক ও অঙ্কন, ক‍্যুইজ, লোক নৃত‍্য, আবৃতি সহ একাধিক প্রতিযোগিতা বলে জানিয়েছেন কমিটির সম্পাদক আব্দুল সাক্তার।

Leave a Reply