দেবু সিংহ,মালদা : মাদক কারবারি চক্রে এবার মহিলা গ্যাঙয়ের হদিশ পেল এসটিএফ। সোমবার রাতে মাদক কারবারি দুই মহিলাসহ তিনজনকে মালদা টাউন স্টেশন থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল টাস্কফোর্স কর্তারা । এই ঘটনায় মালদা টাউন জিআরপির কাছে একটি মামলা রুজু করেছে। যদিও তদন্তের স্বার্থে তিনজনের নাম জানানো হয় নি এসটিএফের পক্ষ থেকে।
ধৃতদের কাছ থেকে তিনটে প্লাস্টিকের জার বন্দি ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। যার বর্তমান মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছে তদন্তকারী কর্তারা । এই ঘটনায় যে দুজন মহিলা এবং একজন পুরুষ গ্রেপ্তার হয়েছে , তারাই মাদকচক্রের পান্ডা রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে এসটিএফ। ধৃতদের মধ্যে দুইজনের বাড়ি নদীয়া জেলায় এবং একজনের বাড়ি মুর্শিদাবাদ জেলায়।
মালদা টাউন স্টেশন জিআরপি এবং একটি সূত্রে জানা গিয়েছে, এত বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট মালদা থেকে সীমান্তের ওপারে পাচার করার পরিকল্পনা ছিল ধৃত মাদক কারবারীদের। তবে এই চোরা কারবারের মহিলাদের যে গ্যাঙ রীতিমতো সক্রিয় হয়ে উঠেছে, সে ব্যাপারে জানতে পেরেছে পুলিশ। এদিন রাতে মালদা টাউন স্টেশনে কামাখ্যা – পুরি এক্সপ্রেস ট্রেনে গোপন সূত্রে অভিযান চালায় স্পেশাল টাস্কফোর্সের কর্তারা। ওই ট্রেনের একটি সংরক্ষিত কামরা থেকে থেকেই ইয়াবা ট্যাবলেট সহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে এসটিএফ।
জেলা পুলিশ ও এসটিএফের তরফ থেকে এই মুহূর্তে গ্রেপ্তার হওয়া তিন মাদক কারবারি নাম জানানো হয় নি । পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।