৬৯ বছরে বয়সে আক্ষেপ শিল্পীর ! ভাঙ্গা ঘরেই শিল্পের সাথে শিল্পী রয়েছেন বেঁচে

Social

মলয় দে নদীয়া :-শিল্পীদের হাতে সুনিপুণ কারুকার্য আমরা সকলেই দেখে হয়ে যাই অভিভূত। ভারতবর্ষে প্রায় চতুর্দিকেই একাধিক শিল্পীরা বিরাজমান রয়েছেন। তাদের মধ্যে অনেকে পায় যোগ্য সম্মান ও যোগ্য পরিচয়, আবার কেউ কেউ যোগ্য সম্মান তো দূরের কথা, বরং বলা যেতে পারে অর্থের অভাবে তাদের প্রতিভা যেন মাটিতে মিশে যাচ্ছে দিনের পর দিন। ঠিক তেমনি রানাঘাটে বসবাসকারী একজন মৃৎশিল্পী, অতুলনীয় তার হাতের কাজ। তার হাতের কাজ দেখলে আপনিও হয়তো অবাকই হয়ে যাবেন। কিন্তু তিনি তার শিল্পকর্ম গুলির যোগ্য সম্মান না পেয়ে, নিজের বিষন্ন মনের পাশাপাশি বর্তমানে সে গুলিকেও একটি ভাঙা ঘরে আবদ্ধ করে রেখেছেন। ঘরটি ভেঙে পড়ার যোগার। এখন আর তিনি কোন প্রদর্শনীতেই চান না যেতে। কিন্তু কেন?

শিল্পীর নাম গোপাল কর্মকার। বয়স তার ৬৯ বছর। স্ত্রী ও তার একটি মাত্র কন্যাকে নিয়ে তার পরিবার। তিনি অতি কষ্টে বলেন, তিনি এখন অচল ও তার হাতের তৈরি শিল্পকর্ম গুলি বর্তমানে অচল। তার তৈরি সমস্ত মূর্তি গুলো এখন একটি ভাঙা ঘরে স্থান পেয়েছে। 12-13 বছর বয়স থেকেই তিনি এই মূর্তি তৈরীর কাজ করতেন। তার প্রাথমিক শিক্ষক ছিলেন তার নিজের বাবা। বর্তমানে তিনি টিউশান করে জীবন যাপন করে। তিনি আরও বলেন, মাটির কাজ ছাড়াও, প্লাস্টার ফাইবার, আঁকতে প্রায় সবই পারেন। তিনি জানান, পারিপার্শ্বিক হিংসার জেরে তিনি তার প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে পারেননি। তিনি এখনও পর্যন্ত নানা বিশিষ্ট মানুষদের মূর্তি তৈরি,এমনকি নারকেল দিয়ে অবিকল মুরগিও বানিয়েছেন। বর্তমানে খুব কষ্টেই কাটছে তাদের দিনকাল। বর্তমানে সরকার তো দূরের কথা স্থানীয় নেতার নেত্রী থেকে শুরু করে কোন স্বেচ্ছাসেবী সংস্থাও এগিয়ে আসে না প্রতিভাবান এই শিল্পীর কাছে সাহায্যের হাত বাড়াতে। কিন্তু তারপরেও তিনি হাল ছাড়েনি, হাসিমুখেই এই জীবনধারাকে মানিয়ে নিয়ে তিনি এগিয়ে চলেছেন।

Leave a Reply