বীরনগরে রাসের শোভাযাত্রায় জীবন্ত মডেল ও ছৌ নাচ

Social

মলয় দে,নদীয়া: নদীয়ার বীরনগর পালিতপাড়ায় যে রাস উৎসবের আয়োজন করা হয়েছিল সেই রাস উৎসব উপলক্ষে গতকাল নদীয়ার পালিতপাড়ায় এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এই বীরনগর পালিত পাড়ার রাসের শোভাযাত্রা শুরু হয়। বীরনগর পালিত পাড়া থেকে শুরু করে পালিতপাড়া বাজার হয়ে হাটখোলাপাড়া পদ্মপুকুর হয়ে, বর্ণালী ক্লাব হয়ে এবং দাসপাড়া হয়ে শেষ হয় এই শোভাযাত্রা এবং সবশেষে বীরনগর পদ্ম পুকুরে প্রতিমা নিরঞ্জন করা হয়।

এই শোভাযাত্রায় অসংখ্য দর্শনার্থী দেখা গিয়েছিল আজকের এই শোভাযাত্রায় উল্লেখযোগ্য আকর্ষণীয় কিছু কিছু জিনিস হল। এমন পুরুলিয়ার ছৌ নাচ, মহিলা ঢাকি এছাড়াও কলকাতার বিভিন্ন শিল্পীর সমন্বয়ে নৃত্য প্রদর্শনী এবং বিভিন্ন জীবন্ত ট্যাবলো যেখানে তুলে ধরা হয়েছিল রামকৃষ্ণ সারদা থেকে শুরু করে মা কালীর বিভিন্ন রকমের জীবন্ত ট্যাবলো। এছাড়াও আরো নানারকম আকর্ষণীয় জিনিস

Leave a Reply