মলয় দে নদীয়া:-২ দিন আগে রানাঘাটের রামনগর আইশতলায় একটি ইংলিশ মিডিয়াম স্কুল থেকে বাড়ি ফিরছিলো দুপুর ১ টা ৪০ নাগাদ রানাঘাটের এক ফার্নিচার ব্যবসায়ীর গোপাল দেবনাথের ১৬ বছরের এক নাবালক ছাত্র। হটাৎ রামনগর মিলন বাগান স্কুল মোড়ের আশেপাশে ২ জন বাইক নিয়ে ঐ ছাত্রটির সামনে এসে দাঁড়ায় একটি ঠিকানা জিজ্ঞাসা করার নাম করে ছাত্রটির গলার পিছন দিকে একটি ইঞ্জেকশন দিয়ে দেয় বলে মনে করা হয় এবং ছাত্রটির থেকে তার বাবার ফোন নং নিয়ে কিডন্যাপাররা তার বাবাকে ফোন করে জানায় তারা তার ছেলেকে একটি বিষাক্ত ইঞ্জেকশন দিয়েছে তার অ্যান্টিডোর তাদের কাছে আছে।
ছেলেকে বাঁচাতে চাইলে ৩ কোটি টাকা নিয়ে আসবেন নাহলে আপনার ছেলে মারা যাবে।
ছাত্রটির বাবার অভিযোগের ভিত্তিতে ফোন নং থেকে তদন্ত শুরু করে রানাঘাট থানার পুলিশ তাতেই কিডন্যাপারে বিপদ বাড়লো। ৩৬ ঘণ্টার মধ্যে আকাশ ও তন্ময় দেবনাথ কে হাবরা থানা এলাকা থেকে ২ জন কিডনাপার কে রানাঘাট থানার টিম তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রের খবর কিডন্যাপারের মধ্যে একজন তাদের আত্মিয়ার পরিচিতি ও এর পিছনে ব্যক্তিগত শত্রুতা আছে বলেই পুলিশের প্রাথমিক ধারনা। কিডন্যাপারদের আদালতে তোলা হলে তাদের ৬ দিনের P.C নেওয়া হয়। আবারও পুলিশের মুখ উজ্জ্বল করলো রানাঘাট থানার পুলিশ। ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা পুরো বিষয় দেখেন পরবর্তীতে সুস্থ মনে হলে তাকে ছুটি দেওয়া হয়।