৫ সেন্টিমিটার মূর্তি বানিয়ে বঙ্গসন্তান বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধার্ঘ্য শিল্পীর

Social

সোশ্যাল বার্তা : পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্ম বার্ষিকীতে, এই মহান বঙ্গসন্তানের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানালেন মুর্শিদাবাদের ইসলামপুর নিবাসী শিল্পী সন্দীপ গুঁই।পরিবেশ বান্ধব মাধ্যমই তাঁর শিল্প চর্চার প্রধান উপাদান।পাট,পাটকাঠি,রেশম,গুটি, বাঁশ, কাঠ, নাড়কেলের বিভিন্ন অংশ,আছে আরও কত কি! তাঁর এমনই উপাদানে তৈরী, একটি ক্ষুদ্র শিল্প, এই বিদ্যাসাগর মূর্তি।৫সেমি যার উচ্চতা,পাটকাঠি ও গাছের বাকল দিয়ে তৈরী মূর্তিটি। তৈরী করতে ৫ দিন সময় লেগেছে । উল্লেখযোগ্য বিষয় ২০১৭ সালে রাজ্য হস্তশিল্প মেলা তিনি পাটের দূর্গা নির্মান করে প্রথম হন ও সংবাদের শিরোনামে আসেন।

এছাড়াও তাঁর শিল্প সম্ভারে রয়েছে কালী মূর্তি , রেশমের এপিজে আব্দুল কালামের মুখাবয়ব,দেড় ফুটের পাটের দুর্গা ,রবীন্দ্রনাথ ঠাকুর ও বিবেকানন্দের মূর্তি ।
সন্দীপ বাবুর কথাতে আমাদের চারপাশে অসংখ্য পরিত্যাক্ত যেসকল জিনিস ছড়িয়ে আছে, তাদের কোন না কোন শিল্প গুন থাকে। মেধা দিয়ে সেগুলো কে সাজালে, মানুষকে আনন্দ প্রদানকারী শিল্প সৃষ্টি করা যায় । চলতি বাংলাতে একটা কথা প্রচলন আছে “চিনলে জড়িবুটি, না চিনলে লাকড়ি”।

শিল্প তার পেশা নয় একেবারেই অন্তরের অন্তস্হল থেকে উঠে আসা নেশা । তবে অনেকের অকুন্ঠ ভালোবাসার ডাকে সাড়া দিয়ে, এবং বাস্তবের ক্ষুন্নিবৃত্তির প্রেক্ষাপট অস্বীকার করার উপায় না থাকার দরুন এটা পেশারও একটা সুচিন্তিত দিক বলা যেতে পারে ।

Leave a Reply