জরুরী পরিষেবায় প্রশাসনিক পদক্ষেপকে সামনে রেখে পুলিশের উদ্যোগে সচেতনতামূলক সভা

Social

দেবু সিংহ,মালদা:- জরুরী পরিষেবায় প্রশাসনিক পদক্ষেপকে সামনে রেখে মানিকচক থানার পুলিশের তরফে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হলো। শনিবার মানিকচক ব্লক কমিউনিটি হল প্রাঙ্গণে এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করে মানিকচক থানার পুলিশ প্রশাসন।

মানিকচক থানার আইসি পার্থসারথি হালদারের নির্দেশ মতো এই সভা অনুষ্ঠিত হয় সিভিক ভলেন্টিয়ার, অ্যাম্বুলেন্স চালক পথসাথী কাজের সঙ্গে যুক্ত কর্মীদের নিয়ে। উপস্থিত ছিলেন মানিকচক ব্লক যুগ্ম বিডিও রুপা গুপ্তা, মানিকচক ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ অভিক শংকর কুমার, মানিকচক থানার সেকেন্ড অফিসার এসআই কাজল কুমার দাস,এএসআই ভঞ্জন ঘোষ সহ পুলিশ কর্তারা।

কোন প্রান্তে পথ দুর্ঘটনা বা কোনরকম গন্ডগোলের মত ঘটনা ঘটলে দ্রুততার সাথে যাতে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়গুলো নিয়ে বার্তা রাখা হয়। দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুততার সাথে এম্বুলেন্স পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতাল পৌঁছানো এছাড়া কোন প্রান্তে গন্ডগোল ঘটলে দ্রুত পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে পারে সেই সমস্ত বিষয়কে সামনে রেখে বার্তা নির্দেশিকা তুলে ধরা হয় সিভিক ভলেন্টিয়ার ও অ্যাম্বুলেন্স চালকদের উদ্দেশ্যে। কোন প্রান্তে মানুষের যাতে অসুবিধার মুখে পড়তে না হয় সর্বদা পুলিশ প্রশাসন দায়িত্ব কর্তব্য সকল স্তরের কর্মীরা সঠিকভাবে পালন করতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তর বার্তা রাখা হয় এই আলোচনা সভার মধ্য দিয়ে।

Leave a Reply