সোশ্যাল বার্তা: অশোক নগর আইপিসিএ এর পরিচালনায় স্বাধীনতা দিবসের ৭৫ বছর উপলক্ষে বর্ষ ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন হয় গত ১৫ আগস্ট । তারই অঙ্গ হিসাবে ২রা অক্টোবর মহাত্মা গান্ধীর ১৫৩ তম জন্ম দিবসে অশোক নগর কচুয়া মোড়ে শিশু উৎসব কমিটির অফিসের সামনে আইপিসিএ পরিচালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় ।
অনুষ্ঠানের শুরুতে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে উপস্থিত বিশিষ্ঠ ব্যক্তিগণ মাল্যদান করে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন । এরপর বিশিষ্ঠ শিক্ষাবিদ সমীর রঞ্জন দত্ত এই অনুষ্ঠানের উদ্যোক্তা অশোক নগর আইপি সিএ কে ধন্যবাদ জানিয়ে স্বাধীনতা আন্দোলনে গান্ধীজীর অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করেন এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা মানুষের পূরণ না হওয়ার কথাও বলেন ।এরপর সাংস্কৃতিক প্রতিযোগিতার অঙ্গ হিসাবে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও বক্তৃতা প্রতিযোগিতায় ৮২ জন কিশোর_ কিশোরী অংশগ্রহণ করে ।
প্রতিযোগিতার বিষয় ছিল স্বাধীনতা দিবসের ৭৫ বছর ।এইদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার সুজন সেন , বিশিষ্ট শিক্ষাবিদ মনীষী নন্দী ও সমীর রঞ্জন দত্ত , বিশিষ্ট সমাজসেবী হরিদাস কর এবং অশোকনগর আইপিসিএ এর সভানেত্রী সীমা ভট্টাচার্য। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ডাক্তার সুজন সেন বক্তব্যে স্বাধীনতার অর্থ কি তা ব্যাখ্যা করেন এবং স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বিস্তারিতভাবে বলেন। সেই সঙ্গে বর্তমানে দেশের যে ভয়ানক পরিস্থিতি তা থেকে নিস্তার পাওয়ার জন্য প্রত্যেককে অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য বলেন । পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অশোকনগর আইপিসিএ এর সভানেত্রী সীমা ভট্টাচার্য ও রেইনি দাস এবং নৃত্য পরিবেশন করেন সৃজা দে ।