মর্নিং ওয়ার্ক করতে গিয়ে লরির ধাক্কায় শেষ স্কুল ছাত্র আশঙ্কা জনক আর এক

Social

দেব সিংহ, মালদা:-সাতসকালে মর্নিং ওয়ার্ক করতে এসে লরির ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু, আহত আরও এক। স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো এদিনও সকালে দুই বন্ধু মর্নিং ওয়ার্ক করতে বেরিয়েছিল। আর এতেই ঘটে যায় বিপত্তি। নওদা জদুপুর অঞ্চলের সালেপুর এর কাছে মালদার দিক থেকে আসা দুটি গাড়ি বাস ও আলু বোঝাই ছোট পিকআপ ভ্যান পারাপার করতে ওই দুই স্কুল ছাত্রকে ধাক্কা মারে, ঘটনাস্থলে মৃত্যু হয় আদিল শেখ(১৬) আশঙ্কা জনক অবস্থায় নুর উদ্দিন মোমিনকে স্থানীয়রা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থলে পৌঁছায়ে বাস ও আলু বোঝায় পিকআপ ভ্যানকে আটক করেছে কালিয়াচক থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply