দেবু সিংহ,মালদা, ০৪ ফেব্রুয়ারি:অকাল বৃষ্টির জেরে রবিশস্য চাষে ব্যাপক ক্ষতি মালদা জেলা জুড়ে। বৃহস্পতিবার রাত থেকেই ঝোড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে আলু চাষে। বৃষ্টির জল জমে যাওয়ায় জেলার কয়েক হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত। মাথায় হাত কৃষকদের। পুরাতন মালদা ব্লকের ভাবুক ও মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েক হাজার হেক্টর জমিতে আলু উৎপাদন হয়ে থাকে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাত থেকে বৃষ্টির জল জমে বিঘার পর বিঘা আলুর জমি জলের তলায়। ফলে কোন জল নিকাশি ব্যবস্থা না থাকায়, কৃষকদের আশঙ্কা যদি বৃষ্টির জল আলুর জমিতে জমে থাকে তাহলে আলুর গাছগুলি পচে নষ্ট হয়ে যাবে।
স্থানীয় কৃষকরা জানিয়েছেন, আলু উৎপাদন করতে তাদের ব্যাংক থেকে কৃষি ঋণ নিতে হয়েছে। আর এই অকাল বৃষ্টির জেরে কৃষকদের সমস্ত আশা-আকাঙ্ক্ষাকে জল ঢেলে দিল। যার জেরে মাথায় হাত কৃষকদের। তাদের দাবি, সরকার যদি কোন সাহায্য করে তাহলে কিছুটা হয়তো দুর্যোগের হাত থেকে রেহাই পাবে।