ছাগলের গুঁতোয় মৃত্যু হল এক প্রৌঢ়ের

Social

দেবু সিংহ,মালদা : ছাগলের গুঁতোয় মৃত্যু হল এক প্রৌঢ়ের।
ঘটনাটি ঘটে, শুক্রবার রাতে বৈষ্ণবনগর থানার সব্দলপুর এলাকায়।
আশঙ্কাজনক অবস্থায় ওই পৌঢ়কে উদ্ধার করে প্রথমে দারিয়াপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। কিছুক্ষণ চিকিৎসা চলার পর সেখানে মৃত্যু হয় ওই প্রৌঢ়ের।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই প্রৌঢ়ের নাম, ভবেশ মন্ডল (৬৫)। বাড়ি বৈষ্ণবনগর থানার সব্দালপুর গ্রামে।
মৃতর এক মেয়ে কাকলি মণ্ডল জানিয়েছেন, শুক্রবার রাতে বাড়িতে খেতে বসেছিল তার বাবা। সেই সময় বাড়ির পোষ্য একটি ছাগল তার বাবাকে গুঁতো মারে। ছাগলের গুঁতোয় আহত হন তার বাবা।এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দারিয়াপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে কিছুক্ষণ চিকিৎসা চলার পর তার মৃত্যু হয়।
ছাগলের গুঁতোয় প্রৌঢ়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে।

Leave a Reply