দেবু সিংহ মালদা: সরস্বতী পুজো উপলক্ষে গোবিন্দপুর প্রতিভা শীল ক্লাবের উদ্যোগে এবং ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় গোবিন্দপুর নরহট্টা গ্রামের নিজস্ব ক্লাব প্রাঙ্গণে।
একজন মহিলা সহ ২৩ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। শিবিরে রক্তদাতাদের উদ্বুদ্ধ করতে আলোচনা করেন ভারত স্কাউটস্ এন্ড গাইডস্ মালদা শাখার আহ্বায়ক অনিলকুমার সাহা। শিবিরে হাজির ছিলেন মালদা মেডিক্যাল কলেজ ব্লাড ব্যাঙ্কের আধিকারিক ডা: সুশান্ত ব্যানার্জি, আয়োজক ক্লাব সম্পাদক বদন মন্ডল প্রমুখ।
ক্লাব সভাপতি অভিনাশ মন্ডল বলেন,‘মালদা জেলায় যে রক্তসঙ্কট চলছে, তা কিছুটা দূর করতে আমাদের এই প্রয়াস। এবার বিভিন্ন কারণে রক্তদাতাদের সংখ্যাটা সেই অর্থে বাড়াতে পারি নি। সামনের আরও ব্যাপাকারের চেষ্টা করবো আমরা।’