মলয় দে নদীয়া:-নদীয়া জেলার শান্তিপুর ব্লকে ৫০,৬০,৭০ বছর ধরে বসবাস করে আসা বেশকিছু ভূমিহীন মানুষ আশায় বুক বেঁধেছেন, মুখ্যমন্ত্রীর এবারের নদিয়া সফরে। যার মধ্যে প্রায় আড়াইশো জন মানুষ বিধায়ক অরিন্দম ভট্টাচার্যর সহযোগিতায় রানাঘাট এসডিও আর আর অফিস থেকে রেজিস্ট্রির কাজ সম্পন্ন করেছেন। দিন গুনছেন মুখ্যমন্ত্রীর হাত থেকে দলিল পাওয়ার অপেক্ষায়।
যেখানে বৈধ প্রমাণ থাকা সত্ত্বেও এন আর সি, সি এ এর জন্য দ্বিধাগ্রস্থ সাধারণ মানুষের উপরি পাওনা সারা জীবনের নিশ্চয়তা। ষাটোর্ধ্ব পৌঢ়রা জানান তাদের পুত্র, পৌপুত্র দের একটা নিশ্চয়তা পেয়ে খুশিতে সকলেই মাতোয়ারা। আগামীতে তারা দলগতভাবে পৌঁছতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ।বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের নিঃস্বার্থ দলিল সংক্রান্ত যাবতীয় কাজের দায়িত্বপ্রাপ্ত বিকাশ সান্যাল জানান “চৈতন্য পল্লী, শান্তিগড় দু নম্বর কলোনি, তিন নম্বর রেলগেট কলোনি, বিবেকানন্দ পল্লী, কামারপাড়া নিঃশর্ত দলিল প্রস্তুত হয়েছে, এবং নেতাজি সুভাষ পল্লী, বড় গোস্বামী পাড়া এই দুটি অঞ্চলের সমস্ত কাজ সম্পন্ন হলেও স্বল্প সময়ের মধ্যেই পেয়ে যাবেন তাদের নিঃশর্ত দলিল।”