কলকাতার শহীদ মিনারের পাদদেশে টিজিটি স্কেল সহ বিভিন্ন দাবিতে চলছে বিজিটিএ’র ধরনা অবস্থান

Social

নিউজ সোশ্যাল বার্তা: ৩রা নভেম্বর ২০১৯: টিজিটি স্কেল , ক্যারিয়ার এডভান্সমেন্ট স্কিম সহ বিভিন্ন দাবিতে আজ থেকে কলকাতা শহীদ মিনারের পাদদেশে শুরু হয়েছে ধর্না অবস্থান । এই উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ট্রেন্ড গ্রাজুয়েট শিক্ষকগন হাজির হয়েছেন কলকাতার শহীদ মিনারের পাদদেশে ।

সংগঠনের পক্ষ থেকে রাজ্যের সমস্ত গ্রাজুয়েট শিক্ষকদের রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছিল।টিজিটি স্কেল , ক্যারিয়ার এডভান্সমেন্ট স্কিম সহ একাধিক দাবিতে গ্রাজুয়েট শিক্ষকদের সংগঠন বিজিটিএ দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছে । সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় – তাদের দাবি নিয়ে শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে কোর্টের অর্ডার সহ সমস্ত বিষয় সম্পর্কে অবহিত করা হয়। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট কিন্তু এই ট্রেন্ড গ্রাজুয়েট টিচারদের জন্য কিছু ভাবা হয়নি ।

কয়েকদিন আগে রাজ্য সরকারের শিক্ষা বিভাগের পক্ষ থেকে নতুন করে স্টাফ প্যাটার্ন তৈরি করার জন্য নির্দেশিকা জারি করে । ফলে এর বিরুদ্ধে সোচ্চার হোন এই ট্রেন্ড গ্রাজুয়েট শিক্ষকগণ । জেলায় জেলায় বিজিটিএ’র পক্ষ থেকে ডি আই অফিস গুলিতে ডেপুটেশন দেওয়া হয় ।

ধর্না সম্পর্কে সংগঠনের রাজ্য সম্পাদক সৌরেন ভট্টাচার্য বলেন “কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে টিজিটি এবং পিজিটি ক্যাটাগরির শিক্ষকদের বেসিক পের মধ্যে পার্থক্য থাকার কথা ২৭০০ টাকা । কিন্ত বর্তমানে এই রাজ্যে সেই পার্থক্য ৯২০০ টাকা । এমনকি ট্রেন্ড গ্রাজুয়েট টিচারদের টিজিটি স্কেল প্রদান না করেই ষষ্ঠ পে কমিশন কার্যকর হলে এই পার্থক্য আরও কয়েকগুণ বেড়ে যাবে । হাইকোর্টও বিজিটিএ’র আবেদনের স্বপক্ষে পক্ষেই রায়দান করে ও রাজ্যসরকারকে এই সমস্যার সমাধান করার নির্দেশ দেন।কিন্তু বেতন বৈষম্যের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা সরকার করেনি তাই আন্দোলনে সামিল হয়েছেন শিক্ষকরা । গ্রাজুয়েট শিক্ষকের মর্যাদা দিয়ে পে স্কেলের সমস্যার সমাধান করা না হলে আগামী শিক্ষা বর্ষ থেকে উচ্চ মাধ্যমিকের ক্লাস নেওয়া থেকে বিরত থাকবেন সকল ট্রেন্ড গ্রাজুয়েট শিক্ষকগন “।

Facebook : News Social Barta 24×7