করোনা মোকাবিলায় মাক্স তৈরির উদ্যোগ

Social

দেবু সিংহ, মালদা : করোনা মোকাবিলায় মাক্স তৈরির উদ্যোগ নিয়েছে মালদা জেলা প্রশাসন। প্রায় ৫০ হাজার মাক্স এবং ২ হাজার লিটার স্যানিটাইজার তৈরীর বরাদ্দ দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্টিকে। বাজারে মাক্স পাওয়া যাচ্ছে না এবং স্যানিটাইজার অমিল। সে কারণেই রাজ্য সরকারের নির্দেশে জেলাশাসক রাজশ্রী মিত্র তদারকি করেন। প্রয়োজন মত মাক্স এবং স্যানিটাইজার তৈরী করবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা।

বৃহস্পতিবার থেকে মালদা জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন স্বনির্ভর গোষ্ঠী প্রশিক্ষণকেন্দ্রে যুদ্ধকালীন তৎপরতায় স্বনির্ভর গোষ্ঠী মহিলারা মাক্স এবং তৈরী করে চলেছেন মাস্ক। 70 জন মহিলাকে নিযুক্ত করা হয়েছে কাজে।
জেলাশাসক রাজর্ষি মিত্র জানান, সুস্থ মানুষের অযথা মাস্ক পড়ার প্রয়োজন নেই। যারা অসুখে আক্রান্ত তারাই ব্যবহার করবেন মাস্ক। এছাড়া অসুস্থ রোগীদের যারা পরিষেবা দিবে তাদের ব্যবহার করতে হবে,এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মী পুলিশ কর্মী, স্বাস্থ্যকর্মীদের মাস্ক ব্যবহার করার নির্দেশ।সেই মোতাবেক তড়িঘড়ি তৈরি হচ্ছে এই মাস্ক।

Leave a Reply