নেতাজি পৌর বাজারের পাইকারি মাছ বাজার স্থানান্তরির হতে চলেছে

Social

দেবু সিংহ,মালদা : নেতাজি পৌর বাজারের পাইকারি মাছ বাজার স্থানান্তর হতে চলেছে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজারে।

মালদা শহরের রথবাড়ি সংলগ্ন নেতাজি পৌরবাজারে দীর্ঘদিন ধরে পাইকারি মাছ বাজার করে আসছেন ১২১ জন ব্যবসায়ী। এখানে মাছ বাজার থাকার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেন ব্যবসায়ীরা। সরু রাস্তা দিয়ে ভিন রাজ্য থেকে আসা মাছ বোঝাই গাড়ির জন্য যানজটের সৃষ্টি হতো।

নেতাজি পৌর বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মানিক জয়সওয়াল জানান, দীর্ঘদিন ধরে তাদের দাবি ছিল পাইকারি মাছ বাজার স্থানান্তর করা হোক। জেলাশাসকের নির্দেশে পাইকারি মাছ বাজার স্থানান্তর হতে চলেছে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজারে। তিনি আরো বলেন, পাইকারি মাছ বাজার চলে গেলেও খুচরো মাছ বাজার থাকবে নেতাজি পৌরবাজারে।

মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু বলেন, নেতাজি পৌরবাজারে ১২১ জন পাইকারি মাছ ব্যবসায়ী মাছ বিক্রি করেন। বাজারের মধ্যে ভিন রাজ্য থেকে মাছের গাড়ি ঢুকলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এছাড়াও ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতেন।
জেলাশাসকের নির্দেশে পাইকারি মাছ ব্যবসায়ীদের জন্য সেটের ব্যবস্থা করা হবে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজারে। ৩৪ নং জাতীয় সড়ক পেরিয়ে নিয়ন্ত্রিত বাজারের অফিস ভবনের পেছনদিকে একটি জায়গা চিহ্নিত করেছেন জেলাশাসক।

তিনি বলেন নিয়ন্ত্রিত বাজারে মাছের আড়ৎ করলে সমস্যা হবে না ফল ব্যবসায়ীদের। মাছের গাড়ি আলাদা রাস্তা দিয়ে ঢুকবে এবং ফলের গাড়ি ঢুকবে অন্য রাস্তা দিয়ে। ফলে কারো সমস্যা হওয়ার কথা নয়।
মালদা জেলা নিয়ন্ত্রিত ফল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি গৌতম সাহা বলেন, মাছের আড়ৎ তৈরি হবে নিয়ন্ত্রিত বাজারে বলে তিনি শুনেছেন। ফল ব্যবসায়ীদের স্বার্থে তিনি একটি চিঠি দিয়েছেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সে। তিনি আক্ষেপ করে বলেন বাজার যখন শুরু হয়েছিল তখন ফল ব্যবসায়ীরা প্রথম এসেছিল। ফলের আড়ৎ এর পাশে মাছের আড়ৎ করলে সমস্যায় পড়বেন তারা। মাছের বাজারের পরিবেশ আলাদা এবং ফল আড়ৎ এর পরিবেশ আলাদা। তিনি জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন ব্যবসায়ীদের স্বার্থে বিষয়টি বিবেচনা করে দেখার জন্য।
তবে মালদা জেলা নিয়ন্ত্রিত বাজারের কোন প্রান্তে মাছের আড়ৎ তৈরি হবে তা নিয়ে বাজার কমিটির আধিকারিকরা কোনো মন্তব্য করেননি।

Leave a Reply