এলাকায় শান্তি-শঙ্খলা ফেরাতে কালীপুজোর আয়োজন করেন ফুলিয়া বয়ড়ার বাসিন্দারা, যা আজ ঝংকার কালী নামে পরিচিত

Social

মলয় দে, নদীয়া: নদীয়ার ফুলিয়া কৃত্তিবাস ওঝার স্মৃতি বিজড়িত ভূমিতে শান্তি শৃঙ্খলা ফেরাতে প্রায় ৫৩ বছর ধরে কালী মায়ের আরাধনায় ব্রত হয়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা যায় এই কালী মায়ের রূপ অনুসারে মায়ের নাম করন হয় ডাকাত কালী। এলাকায় ডাকাত কালী নামেই পরিচিত এই পুজো। তবে এই পুজোর আয়োজক ঝংকার ক্লাবের উদ্যোগে, তাই বর্তমান ঝংকার মা নামেই পুঁজিত হয় এই কালীপুজো। তবে এই পুজোয় বলির প্রথা থাকলেও দেওয়া হয় না পাঠাবলি, এখানে আখ কুমড়ো কলা ইত্যাদি বলি দেওয়া হয়। এখানে মাকে পুজোর ভোগ হিসেবে দেওয়া হয় খিচুড়ি পোলাও পাঁচ রকমের ভাজা পায়েস সুজি বিভিন্ন মিষ্টি সহ ফল। বহু দুর্দান্ত থেকে মানুষ আসে এই পুজো দেখতে। এছাড়াও মনস্কামনা পূর্ণার্থে মানত করেন অনেকেই। পুজোর একদিন পর অনুষ্ঠিত হয় ফুলিয়ায় কালীপুজোর মেলা। তবে উদ্যোক্তারা জানান এ বছর তাদের প্রতিমা মেলার শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন না।

Leave a Reply