সোশ্যাল বার্তা : কৃষ্ণনগর দোগাছী গ্রাম পঞ্চায়েতের পাশ্ববর্তী দুটি প্রাথমিক বিদ্যালয়ে বেশ কিছু পরিযায়ী শ্রমিকদের কোয়ারান্টাইন সেন্টার করা হয়েছে।ক্ষীরপুলি প্রাথমিক বিদ্যালয় এবং হাজারীপোতা মুকুন্দদাস স্মৃতি প্রাথমিক বিদ্যালয়।দুটি বিদ্যালয় মিলিয়ে ৩০ জনের উপর বাইরে থেকে আদা শ্রমিকেরা রয়েছেন।চাল,ডালের অভাব না থাকলেও অসুবিধা রান্না করে খাওয়ার। একেই কাজ হারিয়ে অর্থনৈতিক সঙ্কটে তার উপর এলাকার মানুষের অবজ্ঞা। এই শ্রমিকদের প্রতিদিন দুপুরে রান্না করা খাবার পৌঁছে দিতে এগিয়ে এসেছে কৃষ্ণনগরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন “কৃষ্ণনগর আনন্দধারা”।
আজ ডিমের ঝোল ভাত পৌঁছে দিয়েছে।এক একদিন এক একটা মেনু থাকবে খাবারে।শ্রমিকদের কাছে অনুরোধ করছে স্বেচ্ছাসেবীরা, যাতে তাঁরা বাইরে না গিয়ে কোয়ারান্টাইন সেন্টারেই থাকেন এই কয়েকদিন।প্রয়োজনীয় জিনিসপত্র তাঁরা পৌঁছে দেবে।শ্রমিক দের মুখে মাস্ক না থাকায় আগামীকাল খাবারের সাথে মাস্ক পৌঁছে দেবে আনন্দধারার স্বেচ্ছাসেবীরা ।
কৃষ্ণনগর আনন্দধারার সম্পাদক শ্রী রাজু পাত্র বলেন,”এমনিতেই শ্রমিকেরা কাজ হারিয়ে অর্থনৈতিক সঙ্কটে তার উপর ওঁদের ফিরে আসা ভালো চোখে নিচ্ছেন না গ্রামের মানুষ। স্কুলে থাকাটাও কিছুটা কষ্টের।স্কুল থেকে যাতে চলে না যায় এবং কোনো কিছুতেই যাতে ওঁদের কষ্ট না হয় তাই আমরা ওঁদের পাশে দাঁড়িয়েছি।ওঁরা ভরসা পাচ্ছে,আমরা খুশী। অনেক সাধারণ মানুষ পাশে দাঁড়িয়েছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। “