চেঙ্গাইলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

Social

বাবু হক: হাওড়া জেলার উলুবেড়িয়া থানা ও পৌরসভা এলাকার পনেরো নম্বর ওয়ার্ডের অভিযান চেঙ্গাইলের আয়োজনে সোমবার ২৭ শে মার্চ সকাল থেকে বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে বিনা মূল্যে চোখ পরীক্ষা করা হয়েছে। পেসার, সুগার পরীক্ষা করা বলে জানিয়েছেন সম্পাদক জনাব সেখ আমিনুর রহমান।

এই চক্ষু পরীক্ষা শিবির পরিচালনা করেন অভিযান চেঙ্গাইলের অনান্য সদস্য সেখ মিরাজ আলী, নাসির খান সহ আরো অনেকে।চেঙ্গাইল অভিযানের আয়োজনে কলকাতা সল্টলেকের সুশ্রুতা আই ফাউন্ডেশন এন্ড রিসার্চ সেন্টারেরসহযোগিতায় এদিন চক্ষু পরীক্ষা শিবির, পেসার, সুগার পরীক্ষা করা হয়েছে সুশ্রুতা আই ফাউন্ডেশন এন্ড রিসার্চ সেন্টারের কাউন্সিলর তথা কেম্প অর্গানাইজার লিপিকা প্রামাণিক, অফর্টম অনিক দাস উপস্থিত ছিলেন পর্যায়ক্রমে চিকিৎসা করেন ।

শিবিরে উপস্থিত বেনিফিসারিদের আলাপ আলোচনা করেন চক্ষু পরীক্ষা শিবির সম্পর্কে ।এদিন শতাধিক এলাকার বাসিন্দা মহিলা ও পুরুষ মিলিয়ে চক্ষু পরীক্ষা পেসার. সুগার পরীক্ষা করা হয় ।চক্ষু অপারেশনে বিবেচিত হন প্রায় পঞ্চাশ জন, বাদবাকিদের চশমা, পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে ।অভিযান চেঙ্গাইলের সম্পাদক জনাব সেখ আমিনুর রহমান সাহেব বললেন আমারা আমাদের সাধ্যমত চেষ্টা করি সারাবছর ধরে এলাকার বাসিন্দাদের জন্য চিকিৎসা পরিষেবা সচেতনতা বৃদ্ধির সাথে সেবা কর্ম করে থাকি আরো বেশি বেশি করার জন্য সকলের সহযোগিতা কামনা করি ।

Leave a Reply