নদীয়া থেকে কলকাতার শ্যামবাজার এবং দমদমে দুর্গা প্রতিমা

Social

মলয় দে নদীয়া :-কুম্ভকার সম্প্রদায়ের ভুক্ত না হওয়া সত্ত্বেও,নদীয়ার শান্তিপুরের সৌরাজ পালের প্রতিমা রাজ্য ব্যাপী সুনাম অর্জন করেছে ইতিমধ্যেই। ১২ ফুট উচ্চতার ভিন্ন স্বাদের দুটি অসাধারণ প্রতিমা আজ রওনা দিলো কলকাতার পথে। একটি যাবে কলকাতা শ্যামবাজার অপরটি দমদমএয়ারপোর্ট এলাকায়। সেখানে মানিকপুর নবপল্লী দুর্গা উৎসব কমিটি, এবার ২৮ বছরে পদার্পণ করেছে। তাদের এবারের প্রতিমার থিম মাটির সংসার। প্লাস্টিক মুক্ত পরিবেশের বার্তা হিসেবে, মাতৃ মূর্তির আদল নিজেরাই ঠিক করেছেন। সিংহর বদলে ঘোটক, এবং দুর্গা প্রতিমার আঁচলে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী।

তবে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুরের মৃৎশিল্পীদের শিল্পকর্ম তাদের প্রথম পছন্দ, তাই গত বছর কৃষ্ণনগরে প্রতিমা বানানোর পর এবার শান্তিপুরে। প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটিতে গতকালক রাতেই প্রায় ৩০ জন সদস্য উপস্থিত হয়েছিলেন শান্তিপুরে, আজ বিরাটাকার প্রতিমা গাড়িতে তোলার জন্য স্থানীয় কুড়িজন শ্রমিকদের সহযোগিতা নেন তারা। এবারেও বৃষ্টির কথা ভেবে প্লাস্টিক মুড়িয়ে সকাল সকাল রওনা দেন তারা।

অপর একটি প্রতিমা যাবে কলকাতার শ্যামবাজার। তবে তাদের কোনো প্রতিনিধি আসেননি। প্রতিমা অর্ডার দেওয়ার সময় এভাবেই শিল্পীর সাথে চুক্তি হয়েছিলো পৌঁছে দেওয়ার জন্য। তবে প্রত্যেক প্রতিমার ক্ষেত্রেই রং অলংকার এবং অন্যান্য সাজসজ্জা এলাকায় শান্তিপুর থেকে শিল্পী সহযোগীরা গিয়ে করে দিয়ে আসবেন বলেই জানা গেছে। তবে ভিন্ন ধরনের প্রতিমার প্রতি ঝোঁক বেড়েছে সে বিষয়ে কোন সন্দেহ নেই।

Leave a Reply