নদীয়ায় মহিলা রেফারি দ্বারা পরিচালিত হলো আট দলীয় ফুটবল প্রতিযোগীতা

Social

মলয় দে নদীয়া:-সব খেলার সেরা বাঙালির ফুটবল,কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর বাঙ্গালীর প্রাণে আছে ফুটবল।

রবিবার দুপুরে শুরু হলো কৃষ্ণনগরের ১নং ব্লকের জোয়ানিয়া পঞ্চায়েতের ভবানীপুর নবারুণ সংঘের উদ্যোগে আট দলীয় নকআউট ফুটবল প্রতিযোগীতা।

আয়োজক ক্লাবের তরফে জানায়
এবছর স্থানীয় দুটি দল সহ , কল্যানী, চাকদহ, কৃষ্ণনগরের, কালনা এলাকার আটটি দল অংশ নিয়েছে, প্রতিটি দলই রাজ্যের বিভিন্ন এলাকায় বড় বড় টুর্নামেন্ট খেলে, এখানেও তারা প্রতিযোগীতায় অংশ নিয়েছে।

খেলাটি পরিচালিত হয় মহিলা রেফারি দ্বারা, সহযোগী রেফারি হিসেবে পুরুষ রেফারিও ছিল।

এবছর পুরস্কারের তালিকায় ছিল বিজয়ী দলের জন নগদ ৫০,০০০, টাকা পরাজিত দলের জন্য থাকছে ৪০,০০০ টাকা সহ
ফেরত যোগ্য স্মৃতি ট্রফি,সহ বিভিন্ন পুরস্কার। এবছর এই খেলা ১৬ তম বর্ষে পদার্পন করলো।সকলের সহায়তায় এলাকায় এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে পেরে তারা খুশি।

এদিন মাঠে খেলা দেখতে দর্শক তথা ফুটবল প্রেমীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

উপস্থিত ছিলেন বিধায়ক মুকুটমনির অধিকারী।

Leave a Reply