যাত্রী পরিষেবা নিয়ে তৎপর রেল কর্তৃপক্ষ, বিভিন্ন স্টেশনে চলছে তারই প্রস্তুতি

Social

মলয় দে নদীয়া :-দীর্ঘ প্রতীক্ষার অবসান আগামী কাল অর্থাৎ ১১ই নভেম্বর থেকে সাধারণের জন্য চালু হচ্ছে ট্রেন পরিষেবা । সাধারণ যাত্রীদের মধ্যে যাতে করোনা সংক্রমণ না ঘটে সেই জন্য পদক্ষেপ গ্রহণ করলো রেলওয়ে কতৃপক্ষ। নদিয়া জেলার কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনের প্ল্যাটফর্ম, যাত্রী প্রতীক্ষালয় ,কাউন্টার সহ একাধিক জায়গায় স্যানিটাইজার করলো রেলওয়ে কর্তৃপক্ষ। অন্যদিকে নদিয়ার চাকদহ সহ একাধিক রেলওয়ে প্ল্যাটফর্মে একটি মাত্র প্রবেশ এবং বাহির পথ রেখে বাকি সমস্ত পথ অবরুদ্ধ করা হচ্ছে।

শান্তিপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের টিকিট কাটার লাইনের দূরত্ব বিধি মানার জন্য নির্দিষ্ট গোল চিহ্ন আঁকা হচ্ছে। রানাঘাট নবদ্বীপ সহ বেশ কিছু রেলওয়ে স্টেশনে বসতে চলেছে বেশ কয়েকটি স্যানিটাইজার টানেল গেট।

চারিদিকে আটকানো নেই এমন রেলওয়ে স্টেশনে জিআরপি মোতায়েন থাকছে বেশ কিছু। এতদিন পরে শুরু হচ্ছে রেল পরিষেবা, ফলে ভিড় হওয়ার সম্ভাবনাও প্রবল ।

Leave a Reply