মলয় দে নদীয়া :-রাজ্য সরকারের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ খাদি ও গ্রাম শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নদিয়া জেলায় শুরু হল খাদি মেলা। সোমবার বিকেলে নদিয়ার কৃষ্ণনগর টাউন হল ময়দানে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ জেলাশাসক শ্রী অরুন প্রসাদ ও নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এছাড়া উপস্থিত ছিলেন নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ সহ নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা
আজ থেকে শুরু হয় মেলাটি চলবে আগামী ১০-ই নভেম্বর পর্যন্ত। মেলা প্রাঙ্গনে মোট ৮০টি স্টল তৈরি করা হয়েছে। যার মধ্যে ৩৮ টি রয়েছে খাদির কাপড়ের। বাকি ৪২ টি ষ্টল অন্যান্য হস্তশিল্পের। স্টল গুলির মধ্যে নদিয়া জেলার ১২ টি স্টল রয়েছে বাকিগুলি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসেছে। গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা তাদের কুটির শিল্পের মধ্যে দিয়ে যেসব ছোট ছোট সামগ্রী তৈরি করেন তা সব সময় খোলা বাজারে বিক্রি করার সুযোগ তারা পান না। মূলত তাদের হাতের তৈরি হস্তশিল্প জাতীয় দ্রব্য এই মেলার মাধ্যমে বিক্রি করে শিল্পীদের আর্থিক সহায়তা করার জন্যই মূলত খাদি মেলার আয়োজন বলে এই দিন জানান মেলা উদ্যোক্তারা। জেলায় প্রথম অনুষ্ঠিত হওয়া খাদি মেলায় অংশগ্রহণ করতে এদিন বিকেল থেকেই উৎসাহী মানুষ এর সমাগম লক্ষ্য করা যায় কৃষ্ণনগর টাউন হল ময়দানে। এছাড়াও প্রত্যন্ত গ্রাম্য এলাকার ছোটখাটো হস্তশিল্পীরা এই মেলার মাধ্যমে অনেকটাই আর্থিক সহায়তা পাবেন বলে মনে করছেন মেলা উদ্যোক্তারা।