মলয় দে নদীয়া :-একদিকে ১০০ দিনের কাজের দাবিতে তৃণমূলের তত্ত্বাবধানে কৃষকদের বিক্ষোভ অন্যদিকে অরাজনৈতিক ভাবে ভারতের সকল পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় এজেন্ট এর লাগাতার বিক্ষোভে মশগুল রাজধানী দিল্লি।
পোস্ট অফিসের জাতীয় স্বল্প সঞ্চয় এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৫ দিনব্যাপী বিভিন্ন ধরনের সঞ্চয়ী আমানতের অর্থ সংগ্রহ করবেন না বলেই জানিয়েছেন তারা। এ বিষয়ে আজ ২রা অক্টোবর থেকে ৬ই অক্টোবর পর্যন্ত, ভারতের সমস্ত রাজ্যে অবস্থিত বিভিন্ন পোস্ট অফিসের এজেন্টরা দিল্লির যন্ত্রর মন্তর সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করবেন।
যে সমস্ত প্রতিনিধি দিল্লিতে আসতে পারবেন না তারা নিজে নিজেও পোস্ট অফিসের সামনে সাধারণ মানুষের উদ্দেশ্যে , দীর্ঘদিন আন্দোলনের ফল না মেলায় অনিচ্ছাকৃত এই কর্ম বিরতির ক্ষমা প্রার্থনা এবং আন্দোলনের নৈতিক সমর্থন চাইবেন গ্রাহকদের কাছ থেকে।
জাতির জনক গান্ধীজীর জন্ম দিন উপলক্ষে আজ ২ তারিখ থেকেই তাদের এই আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীদের দাবি বিপুল পরিমাণে আর্থিক লেনদেন বন্ধের ফলে, টনক নড়বে সরকারের তাই চূড়ান্ত পর্যায়ে এই আন্দোলনের সিদ্ধান্ত। তবে তারা এও জানান, বিগত দিনে বেশ কিছু দাবি আন্দোলনের ফলেই কার্যকরী হয়েছে। তাই এবারে তারা আত্মবিশ্বাসী আগামীতে তাদের এই আন্দোলন সফল হবে।