ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর উদ্যোগে হলদিয়ার হলদি নদীর তীরে স্বচ্ছতা হি সেবা কর্মসূচি

Social

সোশ্যাল বার্তা: ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর উদ্যোগে হলদিয়ার হলদি নদীর তীরে স্বচ্ছতা হি সেবা কর্মসূচি পালন করা হয়।

প্রবল বৃষ্টি উপেক্ষা করে স্কুল কলেজের ছাত্রছাত্রী, এনসিসি ক্যাডেট, অভিভাবক, উপকূলরক্ষী বাহিনীর কর্মী এবং আধিকারিকরা – এই স্বচ্ছতা অভিযানে হাত লাগান। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় বিধায়ক তাপসী মন্ডল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদির জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে পক্ষকালব্যাপী অনুষ্ঠানের উল্লেখ করে উপকূল রক্ষী বাহিনীর এই কর্মসূচি পালনের প্রশংসা করেন। উপকূল রক্ষী বাহিনীর পশ্চিমবঙ্গের ডিআইজি কনওয়ালজিৎ সিং (DIG KANWALJIT SINGH)
তাদের কর্মসূচির বিভিন্ন দিক উল্লেখ করেন।

Leave a Reply