অসামান্য কাজের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেলেন সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়, পুরুলিয়ার ছাত্র অভিজিৎ ভুঁই

Social

সোশ্যাল বার্তা: অসামান্য কাজের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেলেন সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়, পুরুলিয়ার ছাত্র অভিজিৎ ভুঁই। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার ও ভলেন্টিয়ারদের সম্মানিত করেন মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাশয়া।

পশ্চিমবঙ্গ থেকে এই বছরে জাতীয় সেবা প্রকল্পের সদস্য হিসাবে পুরস্কৃত হয়েছেন
অভিজিৎ ভুঁই। কয়েক বছর ধরে অভিজিৎ সক্রিয়ভাবে জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) এর বিভিন্ন কর্মসূচি যেমন
বৃক্ষরোপণ,রক্তদান, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডেঙ্গু সচেতনতা, ল্যাপ্রোসি সচেতনতা, পরিবেশ সচেতনতা, রাবিস সচেতনতা সহ একাধিক কাজে কলেজ ও বিশ্ববিদ্যালয় এর মাধ্যমে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য ২০২১ সালের ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে কুচকাওয়াজে কন্টিনজেন্ট কমান্ডার হিসেবে জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) এর নেতৃত্বও দিয়েছেন।

এমনকি রাজ্যস্তরে ২০২১-২২ সালে স্টেট লেভেল বেস্ট ভলেন্টিয়ার অ্যাওয়ার্ডও পেয়েছেন তিনি ।

সক্রিয় কাজের জন্য জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) এর জাতীয় পুরস্কার ২০২১-২২ সালের মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু’র কাছ থেকে পুরস্কার লাভ করলেন ।

বাঁকুড়া জেলার পুরন্দরপুর গ্রামে অভিজিৎ এর বাড়ি। বর্তমানে সে এনথ্রপলজি ও ট্রাইবাল স্টাডিজে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করছেন। অভিজিৎ এর সাফল্যে বাড়ির পাশাপাশি গ্রামবাসীরাও ভীষণ খুশি।
অভিজিৎ এই পুরস্কার তার বাবা-মাকে উৎসর্গ করেছেন।

জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) এর রিজিওনাল ডাইরেক্টর,কলকাতা বিনয় কুমার, যুব আধিকারিক অগ্নিমিল দাস, স্টেট এনএসএস অফিসার রমা প্রসাদ ভট্টাচার্য, প্রোগ্রাম অফিসার সহ সেবা প্রকল্পের সিনিয়র সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply