সোশ্যাল বার্তা: সারা বছর ধরেই চলে বিভিন্ন রকম সেবামূলক কাজ। তবে এবার নতুন দৃষ্টান্ত সৃষ্টি করল শিলিগুড়ি সূর্যসেন কলেজের জাতীয় সেবা প্রকল্প (NSS) বিভাগ দুই স্বেচ্ছাসেবকরা।
শিলিগুড়ি থেকে সুদুরে ময়নাগুড়ির এক প্রত্যন্ত গ্রাম রায়শালের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে তারা একটি হুইলচেয়ার প্রদান করল। পরিবারে আর্থিক সচ্ছলতা না থাকার কারণে শিশুটির পরিবার হুইলচেয়ার কিনতে পারেনি। খবর পেয়েছিল জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবকরা । জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবক পল্লব বিশ্বাস, অনুপ বিশ্বাস, আলকা কুমারী, প্রতিভা রায় ও মালতি রায় এতটা পথ অতিক্রম করে হুইলচেয়ার দিতে পৌঁছে গেল তাদের গ্রামে এবং তাদের প্রচেষ্টায় বৃহস্পতিবার হাসি ফুটল অনাথ বিশেষ চাহিদা সম্পন্ন ওই শিশুটির ।
প্রসঙ্গত জাতীয় সেবা প্রকল্পের বিভাগ দুই এর প্রাক্তন স্বেচ্ছাসেবক পল্লব বিশ্বাস আজ নিজে উপস্থিত ছিল এই কর্মসূচিতে। বিগত ২৪ শে সেপ্টেম্বর ভারতের রাষ্ট্রপতির কাছে সমাজ সেবার জন্য তিনি জাতীয় পুরস্কার পান।
তিনি জানান “আজকের এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটিকে হুইল চেয়ার দিতে পেরে খুবই আনন্দিত আমরা, বর্তমানে সমাজে এ ধরনের আরো সেবামূলক কর্মসূচির করার ইচ্ছা রয়েছে আমাদের ”
জাতীয় সেবা প্রকল্পের এই ইউনিটের প্রোগ্রাম অফিসার ববিতা প্রসাদ জানান, ইউনিটের সমস্ত স্বেচ্ছাসেবকেরা প্রতিনিয়তই ভাল কাজ করে সমাজের জন্য। এই ভালো কাজের ধারাকে অব্যাহত রাখার জন্য এবার ইউনিট থেকে আলকা কুমারী, প্রতিভা রায় এবং অনুপ বিশ্বাসকে সহযোগিতা করতে আহ্বান জানানো হয়েছে । এই মহৎ কাজে আমি আপ্লুত ।