মলয় দে নদীয়া :- নদীয়ার শান্তিপুর রামনগর চর পুরাতন পাড়া আদিবাসী গ্রামে দিশারীর ঝুমুরিয়া শাখার সদস্যরা করম পূজার সূচনা করে জাওয়া পাতলেন বৃহস্পতিবার। করম পরবের সাতদিন,পাঁচদিন আগে মেয়েরা ভোরবেলায় শালের দাঁতন কাঠি ভেঙে নদী বা পুকুরে স্নান করে বাঁশ দিয়ে বোনা ছোট টুপা ও ডালায় বালি দিয়ে ভর্তি করে বিভিন্ন বীজ রোপণ করে অঙ্কুরোদগমের অপেক্ষায়। তারপর গ্রামের প্রান্তে একস্থানে ডালাগুলিকে রেখে জাওয়া গান গাইতে গাইতে তিন পাক ঘোরে। সাত দিন বা পাঁচ দিন ধরে তাতে জল ঢালা হয়।এই জাওয়ার প্রচলন মেয়েরাই শুরু করে।
দিশারী সংস্থার উদ্যোগে প্রতিবছরের ন্যায় ভাদ্র মাসের শুক্লা একাদশীর তিথিতে তিন দিনব্যাপী কৃষিভিত্তিক করম পরব পালিত হচ্ছে ঝুমুরিয়া লোকসংগীত গবেষণা কেন্দ্রে।
নদিয়ার আদিবাসী সংস্কৃতি ও পরম্পরার প্রচার, প্রসার এবং তাকে এগিয়ে নিয়ে চলাই নদিয়া করম পরবের লক্ষ্য, উদ্দেশ্য। বর্তমান নবীন প্রজন্মের কাছে ক্রমশঃ হারিয়ে যাচ্ছে শত সহস্র বছরের লোকায়ত সংস্কৃতি, তার ঐতিহ্য। ক্ষণস্থায়ী বানিজ্যিক সংস্কৃতি ও তার বিশ্বায়ন হারিয়ে দিচ্ছে মাটির গন্ধ।
নদিয়ায় করম গাছ রোপণের যে পরিকল্পনা সংগঠন নিয়েছিলো তার সুফল হিসেবে গত দুই বছর নদিয়ার অধিকাংশ আদিবাসীরা এই রোপন করা গাছগুলির ডাল এনে পরব পালন করছেন। জাওয়া পাতা করম সখীরা করম ডালে রাখী বাঁধে। তাদের আর বাইরে থেকে করম ডাল আনতে হয়না। নতুন প্রজন্মের কাছে করম পরবের ইতিহাস আর অজানা নেই। আমাদের বিশ্বাস এই করম গাছ রোপন নদিয়ার আদিবাসী সমাজে প্রচলিত প্রথা আবার ফিরিয়ে এনেছে।
নদিয়া করম পরবের একটা বড় ভাবনা হল বাংলা তথা নদিয়ার প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা আদিবাসী ভাই বোনেদের প্রতিভার বিকাশ ঘটানো, বৃহত্তর জনমানসে তার পরিচয় তুলে ধরা।
তিনদিন ব্যাপী পরবের আয়োজনে আছে ,
*২৩ ও ২৪ দুইদিন গোটা নদীয়া ব্যাপী ঝুমুর গান ঝুমুর নাচ এবং তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা: বিষয় ‘করম’।
২৫ শে সেপ্টেম্বর সন্ধ্যা পাঁচটায় করম থানে ডাল পূজা
*পুরুলিয়ার ছৌ নাচ
*নদিয়া করম পরব সম্মান
উক্ত পরবের আয়োজনে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের সদস্যরা। তবে সমগ্র ভাদ্র মাসজুড়ে করম পূজা হলেও, এবছর থেকে সরকারি নির্দেশ অনুযায়ী প্রত্যেক বছরে ২৫ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষিত হয়েছে। তাই সেই অনুযায়ী সদস্যরা গ্রামে আয়োজন করছেন আগামী ২৫ তারিখ থেকে তিন দিনব্যাপী করম পরব উৎসবের আয়োজন।