মলয় দে নদীয়া:- পেট্রাপোল বন্দর হয়ে রাজ্যে এসে পৌঁছালো প্রায় ৫০ কুইন্টাল ইলিশ মাছ । যার ফলে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি নদিয়ার বিভিন্ন বাজার গুলি হয়ে উঠলো ইলিশময়। তবে ভারতেরও বিভিন্ন রাজ্যে বেশ কয়েক ট্রাক মাছ পৌঁছাবে বলে জানা গেছে।
এই ইলিশ মাছের জন্য অপেক্ষায় ছিলো বাঙালি । দুর্গাপুজোর মাত্র আর কয়েকটা দিন এই উৎসবের আগেই খুশির হাওয়া বাঙালির মধ্যে । জানা গিয়েছে এই ইলিশ রাজ্যের বিভিন্ন প্রান্তে আগামীকালের মধ্যেই পৌঁছে যাবে । এক একটি গাড়িতে ৪-৫ টন করে মাছ আসছে । জানা গিয়েছে দুই একদিনের মধ্যে আরো ইলিশ আসার কথা ।
বাংলাদেশের বাণিজ্যিক দপ্তর সূত্রে জানা গিয়েছে মোট ৭৯ টি সংস্থাকে ইলিশ রপ্তানির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ৩০শে অক্টোবর পর্যন্ত দফায় দফায় আসবে ইলিশ । মোট ৩৯৫০ মেট্রিক টন ইলিশ আসবে বঙ্গে ।
পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট ফিরোজ মন্ডল বলেন আজ বঙ্গে প্রথম পদ্মা ইলিশ ঢুকলো। এখন নটি গাড়ি এসেছে পরে আরো তিনটে গাড়ি আসবে । এখনো অব্দি প্রায় ৪৫ টন মাছ এসেছে । স্বভাবতই সামনে পুজো আর তার আগে অঢেল ইলিশ পেয়ে আমোদ এবং ভোজনপ্রিয় বাঙালি খুশিতে মশগুল।