বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত শক্তির আরাধনা

Social

দেবু সিংহ,মালদা : বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত শক্তির আরাধনা। সারা দেশের পাশাপাশি মালদা জেলাতেও পূজিত হলেন মা কালী।
এদিন বিভিন্ন ক্লাব এবং বাড়িতে নিষ্ঠার সঙ্গে পুজো করা হয় মা কালীর। ঢাক কাসর বাজিয়ে চলে পুজোর আয়োজন।
এর পাশাপাশি আলোর রোশনাই সাজিয়ে তোলা হয় সারা শহর। অশুভ শক্তিকে বিনাশ করতে শক্তির আরাধনায় ব্রতী হন ভক্তরা।
অশুভ শক্তিকে দূরে সরাতে বাজি পুড়ান বহু মানুষ। করোনা পরিস্থিতিতে শব্দবাজি নিষিদ্ধ রয়েছে। সেই কারণে তুব্রি, চোরকি, তারাবাতি পুড়িয়ে দীপাবলীর উৎসবে সামিল হন বহু মানুষ।
সব মিলিয়ে এ দিন রাতে বিভিন্ন রঙের আলোয় সেজে ওঠে মালদা শহর। শহরের বিভিন্ন রাস্তায় রকমারি টুনি লাইট দিয়ে তোড়ন তৈরি করে ক্লাব কর্তৃপক্ষ।
আলোর উৎসবে মোমবাতি এবং প্রদীপ দিয়ে নিজেদের বাড়ি সাজিয়ে তোলেন অনেকে। রঙিন ফানুস আকাশে উড়িয়ে দীপাবলি উৎসব পালন করেন বহু মানুষ।
সব মিলিয়ে সারা দেশের পাশাপাশি আলোর রোশনাই সেজে ওঠে মালদা শহরও।

Leave a Reply