মলয় দে নদীয়া:-৩০ লক্ষ টাকার মূল্যের ৪২ কেজি রুপার গহনা উদ্ধার বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ নদীয়ার মথুরাপুর এলাকায় ।
বিএসএফ সূত্রে জানা গেছে পুটিখালির ৮ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফের জওয়ানরা গোপন সূত্রে খবর পায় কিছু চোরাকারবারি ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ রুপার গহনা নিয়ে মথুরাপুর গ্রামে পৌঁছেছে । বিএসএফের জোয়ানরা খবরটি নিশ্চিত হওয়ার পর বিএসএফএর জওয়ানদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় । জওয়ানরা ঘটনাস্থলের পৌঁছানোর সাথে সাথে এক চোরাকারবারীকে দুটি ব্যাগসহ দেখতে পায় । বিএসএফের জওয়ানরা ওই চোরা কারবারীকে ধরতে গেলে ওই চোরাকারবারি দুটি ব্যাগ ফেলে পালিয়ে যায় । দুটি ব্যাগ থেকে উদ্ধার হয় ৪২ কেজি রুপার গহনা ।
বিএসএফ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া রুপার গহনার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা ।