রানাঘাট মহকুমা হাসপাতালের সাফল্য ! ১৩৫ কেজি ওজনের স্থূলকায় প্রসূতি মায়ের জটিল অস্ত্রপচারে জন্ম নিল সুস্থ পুত্র সন্তান

Social

মলয় দে নদীয়া:- কথায় কথায় রেফার করা যাবেনা মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করতে দেখা গেছে বিভিন্ন হাসপাতালে।

তবে গতকাল নদীয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে এক প্রসূতি মায়ের জটিল অস্ত্রোপচার হলো। রানাঘাটে বাপের বাড়ি হলেও উত্তর ২৪ পরগনা ইসলামপুর থেকে আগত ওই প্রসূতি মায়ের ওজন ১৩৫ কেজি। ৩ বছর আগে প্রথম বাচ্চা প্রসব কালে এত স্থূলকায় ছিলেন না তিনি, তাই দ্বিতীয় বাচ্চা গর্ভধারণের প্রাক্কালে অনেক চিকিৎসক পরামর্শ দিতে পারেননি গর্ভধারণের জন্য। তবে মহকুমা হাসপাতাল ফেরায়নি তাকে।
দীর্ঘ ছয় ঘন্টা সময় ধরে, জটিল অস্ত্রোপ্রচারের পর জন্ম নেয় ২ কেজি ৬০০গ্রাম ওজনের ফুটফুটে পুত্রসন্তান। একদিকে সন্তান অন্যদিকে মা দুজনেই সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে জানা গেছে। এমন জটিল অপারেশন করে রানাঘাট মহকুমা হাসপাতালের চিকিৎসক থেকে সুপার নবজাতকের পরিবার থেকে শুরু করে ভর্তি থাকা অন্যান্য প্রসূতি মা সকলেই খুশি । এই ধরণের সিজার আগে হয়নি বলেই ধারণা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।রানাঘাট মহকুমা হাসপাতাল সুপারেন্টেন ডক্টর প্রহ্লাদ অধিকারী অস্ত্রোপচার করা ডাক্তার সহ বিভিন্ন কাজে সহযোগিতা করা সকল স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা জানান। কুড়িসপ্তাহর বদলে ৪ সপ্তাহ আগেই সিজার করা হয়, বাচ্চার সুরক্ষা কথা ভেবে।

Leave a Reply