আর কিছুক্ষণের প্রতীক্ষা !তারপরেই আদিত্য এল-১ মহাকাশযানের উৎক্ষেপণ, শুভেচ্ছা জানাতে খুদে পড়ুয়াদের উচ্ছ্বাস

Social

মলয় দে নদীয়া :-সম্প্রতি চন্দ্রযান থ্রি চাঁদে সফল অবতরণের পর বিশ্বের মাঝে ভারতের সুনাম বৃদ্ধি হয়েছে অনেকটাই। সেই রেশ কাটতে না কাটতে, আবারো প্রচেষ্টা, এবার চাঁদ নয় গন্তব্য সূর্যের নিকটবর্তী কক্ষপথ।
আজ শনিবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ১১টা বেজে ৫০ মিনিট নাগাদ উৎক্ষেপণ করা হবে আদিত্য এল-১ মহাকাশযানটির। সূর্যের দিকে ১৫ লাখ কিলোমিটার কক্ষপথে প্রতিস্থাপিত করা হবে এই স্যালেটাইটটিকে। ১২৭ দিন সময় লাগবে সূর্যের এল-১ পয়েন্ট পর্যন্ত পৌঁছতে। চার মাসে সূর্য এবং পৃথিবীর সেই কক্ষপথেই থাকবে ভারতের এই স্যাটেলাইটটি। খুব কাছ থেকে আদিত্য এল-১ পর্যবেক্ষণ করবে সূর্যের সমস্ত গতিবিধি। সাক্ষী থাকবে সূর্যগ্রহণ, সৌরঝড় সহ সূর্যের নানাবিধ পরিস্থিতির। আর এই সমস্ত কিছু ছবি তুলে ইসরোকে পাঠাবে সে।
সভাপতি সারা ভারতের বিজ্ঞানী মহল তো বটেই, সচেতন নাগরিক হিসেবে সকলেই অন্তিম প্রতীক্ষায় প্রহর গুনছেন। উদ্বেগ আর উৎকণ্ঠের মধ্যে খুঁদে পড়ুয়ারাও।
শান্তিপুর মালঞ্চ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা, তাদের নিজেদের মতন করে, বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাতে স্যাটেলাইট তৈরি করে কাগজ পিচবোর্ড এবং অন্যান্য উপকরণ দিয়ে। ভারতের জাতীয় পতাকা নিয়ে তারা সফল উৎক্ষেপণের প্রার্থনা করে। আজ এই উপলক্ষে বিদ্যালয়ে চন্দ্র সূর্য এবং মহাকাশ সংক্রান্ত একটি কুইজ কম্পিটিশনের ব্যবস্থা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

Leave a Reply