ঝুলন উৎসবে “পুতুল নাচ” শিল্পকে বাঁচাতে উদ্যোগী নবদ্বীপের সুদর্শন মন্দির

Social

মলয় দে নদীয়া:- দেশের অন্যান্য জায়গার সাথে নবদ্বীপ শহর ও ব্লকে মহাসমারোহে পালিত হলো ঝুলন যাত্রা উৎসব।

একটা সময় নবদ্বীপের বেশ কিছু ক্লাব সংগঠন এই ঝুলন উৎসবে সামিল হতো, ও খোলা মঞ্চে জীবন্ত মানুষকে বিভিন্ন রূপে সাজিয়ে দর্শকদের সামনে তুলে ধরতো, যাকে চলতি কথায় বলা হয় মানুষ ঝুলন, বর্তমানে নবদ্বীপ শহরে যা আর দেখা যায় না, এই মানুষ ঝুলন এখন নবদ্বীপ ব্লকের স্বরূপ গঞ্জ এলাকায় দেখা যায়।

বর্তমানে নবদ্বীপের বিভিন্ন মঠ মন্দিরেই অনুষ্ঠিত হয় এই ঝুলন যাত্রা উৎসব।

নবদ্বীপ গানতলা বলদেব মন্দির, উডবার্ন রোড, রাধা মদনমোহন মন্দির, মহাপ্রভু পাড়া ধামেশ্বর মহাপ্রভু মন্দির সহ প্রতাপনগর সূদর্শন মন্দিরে মহাসমারোহে পালিত হলো এই ঝুলন যাত্রা উৎসব ২০২৩। তবে ব্যাতিক্রমি ভাবনায় ঝুলন উৎসবে সামিল হলো সূদর্শন মন্দির।

প্রায় বিলুপ্তের পথে চলে যাওয়া পুতুল নাচ শিল্পকে বাচিয়ে রাখার ও বর্তমান প্রজন্মের সাথে এই শিল্পের পরিচয় ঘটানোর উদ্যোগি হলো প্রতাপনগরের সুদর্শন মন্দির।

বিশেষ করে বর্তমান প্রজন্মের সিংহ ভাগ ছেলে মেয়েদের কাছে প্রায় অপরিচিত শিল্প এটি, আর এবার এই শিল্পকে বাচিয়ে রাখতে ও বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতে উদ্যোগি হলো নবদ্বীপের সূদর্শন মন্দির।

শহরের প্রতাপনগর এলাকায় অবস্থিত শহরের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী এই মন্দির।

অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি এই মন্দিরে মহাসমারোহে অনুষ্ঠিত হয় ঝুলন যাত্রা উৎসব, মন্দির কতৃপক্ষের তরফে জানানো হয় এই ঝুলন যাত্রা উৎসব হয়ে আসছে ১৯৫০ সাল থেকে,

তবে যুগের সাথে তালমেলাতে গিয়ে আমাদের এই পুতুল নাচের মতো একটা সুন্দর শিল্প আজ বিলুপ্তের পথে, তাই আমরা বিভিন্ন দিনে বিভিন্ন ধর্মীয় পালার মাধ্যমে সকলের জন্য আয়োজন করেছি,আর এই পুতুল নাচ দেখতে সূদর্শন মন্দিরে ভীড় জমাচ্ছে আট থেকে আশি সকলেই।

তারা আরও জানায় এই ঝুলন উৎসব উপলক্ষে মন্দিরে চলে হরিনাম পাঠ সহ বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান চলছে।

এছাড়াও গতবছর এই মন্দিরে প্রতিষ্ঠিত করা হয়েছে রাধা কুন্ড ও শ্যাম কুন্ড, যা নবদ্বীপের মধ্যে প্রথম ও একমাত্র, সেই
রাধা কুন্ড ও শ্যাম কুন্ডে চলছে ঝুলন উৎসব।

এ ছাড়াও প্রতিদিন অনুষ্ঠানের শেষে সকল ভক্তদের জন্য থাকছে প্রসাদের ব্যাস্থা।বৃহস্পতিবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হলো ঝুলন যাত্রা উৎসব ২০২৩।

Leave a Reply