মেছেদা মাছের আড়তে এলো কয়েক টন বাংলাদেশের পদ্মার ইলিশ

Social

সোশ্যাল বার্তা : মেছেদা মাছের আড়তে এলো কয়েক টন বাংলাদেশের পদ্মার ইলিশ । কথায় আছে ভাতে মাছে বাঙালি আর যদি ইলিশ হয় তাহলে তো কথাই নেই।

গত দুবছর ধরে ইলিশ এর তেমন দেখা নেই । প্রায় নিম্নচাপের জন্যে সূমুদ্রে মাছ ধরতে গেলেও খালি হাতে ফিরে আসতে হয়েছে ট্রলার নিয়ে যাওয়া মৎস্যজীবীদের। বাজারে এখন যে ইলিশ পাওয়া যাচ্ছে তাও আবার ছোটো সাইজ তাও আবার লুকিয়ে চুরিয়ে বিক্রি হচ্ছে। তাই দু বৎসর ধরে বাঙালির পাতে ঠিক মতো ইলিশ এর দেখা নেই।

সেই সময় খুশির খবর মেছেদা পাইকারি মাছ আড়তে এলো কয়েক টন বাংলাদেশর পদ্মার ইলিশ। জানা যায় ৮০০ গ্রাম ওজনের এর দাম আটশো টাকা ১ কেজি ওজনের দাম ১০০০ টাকা ১.৫ কেজি ইলিশের দাম ১৫০০ টাকা। মেছেদা ফিস মার্চেন্ট এসোসিয়েশন এর সভাপতি তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান বলেন ইলিশ এর দেখা নেই। বারে বারে নিম্ন চাপের জন্য খালি হাতে ফিরে আসতে হয়েছে সুমূদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারদের। তাই বাঙালির পাতে দুবৎসর ধরে তেমন ইলিশ মাছ পরেনি। বাংলাদেশ থেকে কয়েক টন ইলিশ মাছ মেছেদা পাইকারি মাছের আড়তে আসায় কিছুটা হলেও খুশি ইলিশ প্রেমী মানুষজনেরা ।

Leave a Reply