কিশোরের প্যান্টের পকেটে রাখা মোবাইলে আগুন! পুড়ে যাওয়া পা এবং হাত নিয়ে হাসপাতালে ভর্তি কিশোর

Social

মলয় দে নদীয়া :-অন্য আর পাঁচটা সাধারণ রাতের মতই, মোবাইল চার্জে বসিয়ে রেখেছিল শান্তিপুরের এক কিশোর। প্যান্টের বাঁপকেটে সেই মোবাইল রেখে, বাড়ির কিছু কাজকর্ম করতে বাইরে বের হয় সে। এরপর শান্তিপুর রেলবাজার সংলগ্ন একটি স্টিকারের দোকানে, তার এক বন্ধুর গাড়ির স্টিকার লাগাতে এলে, হঠাৎই বাঁ পুকুর থেকে আগুন এবং ধোঁয়া বের হতে থাকে। দোকানদার এবং অন্য ক্রেতারা তড়িঘড়ি জল দিয়ে তা নিভিয়ে, প্যান্ট ছিড়ে ওই মোবাইল দেহের থেকে আলাদা করে।

নদীয়ার শান্তিপুরের এই এক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ওই নাবালক। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ভর্তি রেখেছে, বাঁ পায়ের একটি বড় অংশ এবং হাতের কিছুটা অংশ পুড়ে গেছে। ওই কিশোর জানায়, মোবাইলটি ৪-৫ বছরের পুরনো, মাঝে জলে পড়ে গিয়েছিলো স্থানীয় একটি দোকান থেকে তার সারানো হয়েছে।

মোবাইল কোম্পানির দোকানদার জানান, প্রথমত লাখো লাখো এ ধরনের কোন ঘটনা হয় না, তবে কোম্পানির ঘরে সারানোর পরেও যদি এ অবস্থা হতো তার দায় নিশ্চয়ই কোম্পানি নিতো। তবে বাইরে থেকে সারাতে গিয়ে মিস্ত্রি হয়তো পুরো জল রিমুভ করতে পারিনি তাই বোর্ড শর্ট সার্কিট হয়ে এ ধরনের ঘটনা। তবে ঐ কিশোরের পরিবারের পক্ষ থেকে যে দোকানে সারানো হয়েছিল তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাবেন কিনা সে বিষয়ে নিশ্চিত করে এখনো পর্যন্ত কিছু বলেননি।

Leave a Reply