প্রাথমিক‌ বিদ্যালয়ের শিশু সংসদের পরিচালনায় বৃক্ষ দত্তকীকরন

Social

অভিজিৎ হাজরা, উলুবেড়িয়া, হাওড়া :-স্বাধীনতার ৭৭ তম বর্ষ উদযাপন উপলক্ষে উলুবেড়িয়ার বাড়মংরাজপুর প্রাথমিক‌ বিদ্যালয়ের শিশু সংসদের পরিচালনায় বৃক্ষ দত্তকীকরন অনুষ্ঠিত হলো গরচুমুক মিনি জুতে।

আমফানের ক্ষয়ক্ষতির পরিপুরণের প্রচেষ্টায় ভারতীয় প্রজাতির জাতীয় গাছ -বট বৃক্ষ দত্তক দেওয়া হলো ,গড় চুমুক মিনি জুর বিভিন্ন বন্য প্রাণীদের।
উপস্থিত ছিলেন বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক‌ রাজদূত সামন্ত,পরিবেশ কর্মী শুভ্রদীপ ঘোষ,মিনি জুর কর্মকর্তা গণ ,সাংবাদিক ও চিত্রসাংবাদিক অর্ণব সাউ ।

Leave a Reply