নিউজ সোশ্যাল বার্তা: ৩রা সেপ্টেম্বর:বিদ্যালয়ের ফুলের বাগানের সৌন্দর্যায়ন কাজ করছে ছাত্রীরা কিন্তু এই কাজে এক নতুন পন্থা অবলম্বন করছে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের বেনীমাধব উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।প্লাস্টিক যে পুনরায় ব্যবহার করা যায় তা তারা করে দেখিয়েছে প্লাস্টিকের দেয়াল তুলে।ছাত্রীরা বড় বড় প্লাস্টিকের বোতলের মধ্যে বিভিন্ন ছোট ছোট প্লাস্টিক পুরে দিচ্ছে এবং বোতলটি শক্ত হয়ে যাচ্ছে।তারপর লম্বা লম্বা করে বোতল পরপর বসিয়ে ফুলের বাগান ঘেরা সম্পন্ন করছে।
পাশাপাশি বিদ্যালয় রয়েছে ঝুলন্ত উদ্যান যাতে টব হিসেবে ব্যবহৃত হয়েছে ব্যবহার করা পুরনো প্লাস্টিকের বোতল। তবে সাধারণ মানুষ যাতে প্লাস্টিক ব্যবহার না করে তার জন্য বিদ্যালয়ের ভূমিকা অনবদ্য।বিদ্যালয়ের পক্ষ থেকে এলাকার মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন রকম সচেতনামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।কখনো পদযাত্রার মাধ্যমে আবার কখনও বাড়ি বাড়ি প্রচারের মাধ্যমে।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি শম্পা ভট্টাচার্য্য বলেন “এলাকার মানুষ যাতে প্লাস্টিক বর্জন করে এবং সুস্থ সমাজ গঠন করা যায় তার জন্য আমরা সবাইকে এই কাজে শামিল হওয়ার আহ্বান জানাই”।বিদ্যালয়ের এই ভূমিকা প্রশংসনীয় বলে মনে করছেন এলাকার জনসাধারণ।