চিকিৎসক হয়ে হবু চিকিৎসকের সহযোগীতা ! দুঃস্থ, অভাবী ও মেধাবী ছাত্রের পাশে দাঁড়ালেন ব্লক স্বাস্থ্য আধিকারিক

Social

পূর্ব মেদিনীপুরঃ এগরাঃ  মানবিক ব্লক স্বাস্থ্য আধিকারিক। দুঃস্থ, অভাবী ও মেধাবী ছাত্রের পাশে দাঁড়ালেন স্বাস্থ্য আধিকারিক। পূর্ব মেদিনীপুর জেলার এগরা -১ ব্লক স্বাস্থ্য আধিকারিক (বিএমওএইচ) সঞ্জয় নারায়ণ ধাড়া।

স্থানীয় সূত্রের খবর, এগরা-১ ব্লকের শিকরা চকদেই গ্রামের সমীর সাউ ব্যাঙ্গালোরে চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করে। কিন্তু অর্থের অভাবে সমীর বইপত্র কিনতে পারছিল না। এই খবরটা এগরা-১ ব্লক স্বাস্থ্য আধিকারিক সঞ্জয় নারায়ণ ধাড়া’র কাছে এসে পোঁছায়। এরপরই সঞ্জয়বাবু এ দিন সমীরের সমস্ত বইপত্র ক্রয় করার জন্য তাঁর একাউন্টে ৬ হাজার ৭০০ টাকা পাঠান।

এ প্রসঙ্গে ব্লক স্বাস্থ্য আধিকারিক সঞ্জয় নারায়ণ ধাড়া জানিয়েছেন, অসহায়, দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে খুবই ভালো লাগছে। তবে আমি এলাকার মানুষের পাশে সর্বদায় থাকবো। আমি মানুষের জন্য কিছু করতে চাই। এটাই তো মানুষের দায়িত্ব ও কর্তব্য হওয়া উচিত। তবে তিনি সমীরের পড়াশোনায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সমীর সাউ’র পরিবারের তরফে সঞ্জয়বাবুর মানবিকতা দেখে খুবই আপ্লুত। স্থানীয় এলাকার বাসিন্দা বীরেন মাইতি ও অশোক রঞ্জিতরা জানিয়েছেন, ডাক্তারবাবুর (ব্লক স্বাস্থ্য আধিকারিক) এই মানবিক উদ্যোগ খুবই প্রশংসনীয়। তিনি ডাক্তারবাবু হিসেবে স্থানীয় এলাকায় যথেষ্ট সাহায্য এবং সহযোগিতা করেন। চিকিৎসা পরিষেবার বাইরেও তিনি এলাকায় চিকিৎসার পাশাপাশি সমস্ত কর্মসূচিতে আর্থিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমরা খুবই গর্বিত।

Leave a Reply