আনায়াসে ভুলে যাওয়া বাঙালির স্বভাব হলেও মাঝে মাঝে তাদের স্মরণশক্তি প্রখর হয়ে ওঠে। কিছু নাম ও বিষয় কখনও ভোলে না তারা। তেমনই একটি নাম উত্তম কুমার।
২৪ জুলাই এই মহান চিত্র অভিনেতার চলে যাওয়ার দিন। ১৯৮০ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার মৃত্যু বার্ষিকী তে হাওড়া স্টেশন সংলগ্ন হাওড়া ফেরিঘাটের উত্তম কুমারের প্রতিকৃতি তে শ্রদ্ধা জ্ঞাপন করেন We are The Common People এর সদস্যরা।
পোর্টের কেরানি থেকে মহানায়ক হয়ে ওঠা উত্তমকুমার কে শ্রদ্ধা জ্ঞাপন করতে একসময় পোর্ট এর কতৃপক্ষের উদ্যোগে গড়ে ওঠা এই স্মারক ও উদ্যানটি। দীর্ঘদিন ধরেই অবহেলিত এই বিষয়ে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য একটি ডেপুটেশন কর্মসূচী গ্রহণের কথা ও ঘোষণা করেন We are The Common People এর সংগঠকরা।