মলয় দে,নদীয়া: নদীয়া জেলার রানাঘাট ২০নম্বর ওয়ার্ডের মাহুত পাড়ার বাসিন্দা সঞ্জু কুন্ডুর আঁকা ছবিগুলো ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রশংসা যেমন পেয়েছে পাশাপাশি রাজ্য থেকে দেশ এমনকি বিদেশেও তার আঁকা ছবি কদর পেয়েছে। ছোট বেলা থেকে আঁকার প্রতি ঝোঁক থাকলেও এই আঁকা ছবি একদিন পেশা হিসাবে ধরা দেবে তা চিন্তা করেনি। এর আগে ৮ই মে ২০২৩ জীবনের একটা বড় স্বপ্ন পূরন হয়েছে।রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনী অনুষ্ঠানের মঞ্চ থেকে শিল্পকলায় গোল্ড মেডেল পেয়েছেন।
শুধু রানাঘাট নয়, সম্ভবত নদীয়া জেলার ইতিহাসে এটাই প্রথম সরকারি গোল্ড মেডেল একমাত্র রানাঘাটের সঞ্জু কুন্ডু পেয়েছিল।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে শিল্পকলায় গোল্ড মেডেল, নীরোদ বরন মেমোরিয়াল ক্যাশ চেক, সাথে শংসাপত্র প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ।
এবার সঞ্জু ব্যাঙ্গালোরের পথে দুবাই এর বিখ্যাত আর্ট কিউরেটর শর্বানী চ্যাটার্জীর আমন্ত্রনে *মেরাকী* আর্ট এক্সিবিশনে নদীয়া জেলা থেকে যে তিনজন শিল্পী এত বড় একটি সুযোগ পেলেন তাঁদের মধ্যে একজন সঞ্জু কুন্ডু। ৮ জন বিখ্যাত প্রবীন চিত্রশিল্পীর ছবির সাথে বয়সে সব থেকে নবীন তার ছবিও স্থান পেতে চলেছে কর্নাটক চিত্রকলা পরিষদের প্রদর্শনী কক্ষে। আগামী ২৬ থেকে ৩০ শে জুলাই এই প্রদর্শনী । জীবনের প্রথম এত বড় একটা প্ল্যাটফর্ম এ সুযোগ।
সঞ্জু বলেন এর পর ফিরে এসে কলকাতা দুটি মণ্ডপের কাজ হাতে এসেছে থিমের কাজ সেটা নিয়ে ব্যাস্ত থাকবেন। আঁকার পাশাপাশি বিগত চার বছর ধরে দুর্গাপুজোর জন্য নানা থিমের পরিকল্পনা করেন । এবং সেগুলো প্রশংসিত হয়েছিল। এই বছর কলকাতা দুটি থিমের পুজোর দায়িত্ব পেয়েছেন।