আমতায় অরণ্য সপ্তাহে বসানো হল বিপন্ন দেশীয় উদ্ভিদ

Social

অভিজিৎ হাজরা, আমতা, হাওড়া :-
উলুবেড়িয়া উত্তর বিধান সভার কেন্দ্রের অন্তর্গত আমতা ১নং ব্লকের সিরাজ বাটি চক্রের অধীন আমতা আওড়গাছি প্রাথমিক বিদ্যালয় এবং পরিবেশ সংগঠন গ্রীন চেন মুভমেন্ট- এর যৌথ উদ্যোগে আমতায় আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়ে উদযাপিত হল অরণ্য সপ্তাহ।
অনুষ্ঠানের অংশ হিসাবে ছিল আলোচনা , অঙ্কন প্রতিযোগিতা, ক্যুইজ এবং দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণ। আলোচনার বিষয় ছিল – ‘ বিপন্ন দেশীয় উদ্ভিদ ‘।
গ্রীন চেন মুভমেন্ট এর পরিচালক প্রদীপ রঞ্জন রীত জানালেন-” বহু দেশজ উদ্ভিদ যেমন রাখাল, গাব, জারুল, হেঁদোল, দেশী আম,আমড়া, অশ্বত্থ ,খেজুর, নারাঙ্গা, চালতা, কাঠ বাদাম ইত্যাদির সংখ্যা প্রকৃতিতে খুব কমে গেছে।জীব বৈচিত্র্য সুরক্ষিত করতে এদের সংখ্যা বৃদ্ধি প্রয়োজন । সকলকে এ ধরণের বিপন্নপ্রায় দেশজ উদ্ভিদ রোপণের আহ্বান জানান হয়। “।
অরণ্য সপ্তাহের তাৎপর্য শিশুদের বোঝান শিক্ষক ও পরিবেশ কর্মী সৌমেন মন্ডল। বিদ্যালয়ের চাইল্ড ক্যাবিনেটের তত্ত্বাবধানে কিছু দেশজ উদ্ভিদ কাঠবাদাম, রাখাল ইত্যাদি বসানো হয়। এগুলি বড় করার দায়িত্ব ভাগ করে দেওয়া হয় বিভিন্ন শ্রেণীর মধ্যে।

প্রদীপ বাবু জানালেন-“গাছগুলোর পরিস্থিতি প্রতি সপ্তাহে নির্দিষ্ট খাতায় লিপিবদ্ধ করবে সংশ্লিষ্ট শ্রেণীর ছাত্র ছাত্রীরা। মেন্টরিং ভূমিকায় থাকবেন শিক্ষকেরা । “তিনি আরও জানান -“জীব বৈচিত্র্য রক্ষা করতে আমরা ভবিষ্যতে বিপন্ন হয়ে পড়া দেশীয় প্রজাতির গাছের সংখ্যা বাড়াতে এই ধরণের গাছের চারা ও বীজ বিতরণের বৃহত্তর কর্মসূচি গ্রহণ করব।

Leave a Reply