মদন মাইতি, পূর্ব মেদিনীপুর: কুলবেড়্যা সুরসঙ্গম ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। তমলুক ব্লাড ব্যাংকের সহযোগিতায় সকাল ১০ ঘটিকায় আয়োজিত হয় এই রক্তদান শিবির।
কথায় বলে রক্ত দান জীবন দান। অর্থাৎ এক ইউনিট রক্ত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে মুমূর্ষু রোগীকে। রক্তের যোগান অব্যাহত রাখতে বিভিন্ন সংস্থা বা ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ৩৪ বছরের মতো এই বছরেও কুলবেড়্যা সুরসঙ্গম ক্লাব নিজেদের ধারাবাহিকতা বজায় রেখে আয়োজন করলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের ক্যাম্পে এলাকাবাসীর পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ করেন বেশ কয়েক দেশমাতার বীর জওয়ানেরাও। সবমিলিয়ে প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেন।