মলয় দে নদীয়া:- গতকাল সন্ধ্যে তখন ঘোর ঘোর হয়ে এসেছে। নদীয়ার শান্তিপুর চাপাতলার বাসিন্দা ৪৫ বছর বয়সি রাজেন ঘোষ পেশায় মুদি দোকানদার। পাশের পাড়ায় ছেলেকে ডাকতে গিয়ে, হঠাৎ লক্ষ্য করেন নির্জন একটি আমবাগানে দাঁড়িয়ে রয়েছে দুটি মাঝ বয়সী মহিলা।
রাজেন বাবু জানান তারাই অনুরোধ করেন, গাছে দুটো আম রয়েছে তা পেড়ে দেবার জন্য। আর সেই আম পাড়তে গিয়ে, উঠেছিলেন মগডালে। যখনই আমটা ধরতে যাবেন অমনি পেছনের ডালে বসা ওই দুই মহিলা হঠাৎ তার কোমরে সজোরে লাথি মারে, তিনি ছিটকে পড়েন মাটিতে , এরপর তার আর কিছু মনে নেই।
শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের বেডে শুয়ে জ্ঞান ফিরতেই, এই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানান তিনি। যদিও নেশাগ্রস্ত অবস্থায় থাকলে এ ধরনের অস্বাভাবিক বিষয় বলাটা স্বাভাবিক হয়। কিন্তু চিকিৎসকদের মতে তিনি কখনোই নেশাগ্রস্ত অবস্থায় নেই, হ্যাঁ হতে পারে সেই সময়, তিনি মানসিক সমস্যায় ছিলেন অথবা ঠিক কি ঘটনা ঘটেছিল তা বলতে পারছেন না। তবে তার চিকিৎসা চলছে, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসকরা তাকে মানসিক চিকিৎসক দেখানোর পরামর্শ দিয়েছেন।
কোমরে হাতে পিঠে গুরুতর চোট পাওয়ার কারণে তিনি হাসপাতালেই ভর্তি হয়েছেন।
তার ছেলে রাজেন ঘোষ অবশ্য, গাছ তলায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকার সংবাদ পেয়ে, সেখান থেকে বাবাকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে ভর্তি করান। তবে অন্ধকার ঘনিয়ে আসার কারণে গাছের আম বা ওই দুই মহিলার কোন খোঁজ তিনি পাননি। বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে চাপাতলায়। এমনকি ওই গ্রামে ওই দুই মহিলার অস্তিত্বও যায়নি, তাহলে কে ছিলেন ওই দুই মহিলা? শাড়ি পড়ে তারা গাছেই বা কিভাবে উঠলেন! এই নিয়ে জল্পনা হাসপাতাল চত্বরেও।